Anaya Bangar: ছেলে থেকে মেয়ে হয়েছেন! ভারতীয় ক্রিকেটার এবার যা দাবি করলেন, দেশজুড়ে হইচই!

Last Updated:
Anaya Bangar- ২৩ বছর বয়সী আরিয়ানের ধীরে ধীরে অনয়া বাঙ্গার হয়ে ওঠার প্রক্রিয়া ছিল বেশ জটিল। ১০ মাস ধরে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি নিয়েছিলেন তিনি।
1/6
ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় বাঙ্গারের মেয়ে অনয়ার জীবনটাই বদলে গিয়েছে গত কয়েক মাসে। প্রকৃতির নিয়মে তিনি ছেলে হয়ে জন্মগ্রহণ করেছিলেন। তবে অনয়া মানসিকভাবে বরাবর নিজেকে মেয়ে হিসেবেই অনুভব করেছেন। তাই চেয়েছিলেন, বায়োলজিক্যালি তিনি যাতে মেয়ে হতে পারেন! সেই চাহিদা অনুযায়ী, অনয়া বিদেশে লিঙ্গ পরিবর্তনের অস্ত্রোপচার করান। গোটা প্রক্রিয়া সম্পন্ন। অনয়া এখন বায়োলজিক্যালি মেয়ে।
ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ক্রিকেটার ও কোচ সঞ্জয় বাঙ্গারের মেয়ে অনয়ার জীবনটাই বদলে গিয়েছে গত কয়েক মাসে। প্রকৃতির নিয়মে তিনি ছেলে হয়ে জন্মগ্রহণ করেছিলেন। তবে অনয়া মানসিকভাবে বরাবর নিজেকে মেয়ে হিসেবেই অনুভব করেছেন। তাই চেয়েছিলেন, বায়োলজিক্যালি তিনি যাতে মেয়ে হতে পারেন! সেই চাহিদা অনুযায়ী, অনয়া বিদেশে লিঙ্গ পরিবর্তনের অস্ত্রোপচার করান। গোটা প্রক্রিয়া সম্পন্ন। অনয়া এখন বায়োলজিক্যালি মেয়ে।
advertisement
2/6
ছিলেন ছেলে, তবে এখন তিনি মেয়ে। শরীর ও মনে আমূল পরিবর্তন হয়েছে তাঁর। বোধ হয় ভারতীয় ক্রিকেটে এমন ঘটনা আগে আর ঘটেনি। তবে এই ক্রিকেটারের শারীরিক এমন পরিবর্তনের পর তাঁর আর ক্রিকেট খেলা হচ্ছে না। খেলাকে বিদায় জানাতে হয়েছে। অনয়া অবশ্য এবার ক্রিকেটে ফিরতে চাইছেন। তবে আর ছেলেদের ক্রিকেটে খেলতে পারবেন না, খেলতে চানও না তিনি। আইসিসি ও বিসিসিআই কর্তাদের কাছে তিনি মেয়েদের ক্রিকেটে খেলার অনুমতি দেওয়ার জন্য আবেদন রাখলেন।
ছিলেন ছেলে, তবে এখন তিনি মেয়ে। শরীর ও মনে আমূল পরিবর্তন হয়েছে তাঁর। বোধ হয় ভারতীয় ক্রিকেটে এমন ঘটনা আগে আর ঘটেনি। তবে এই ক্রিকেটারের শারীরিক এমন পরিবর্তনের পর তাঁর আর ক্রিকেট খেলা হচ্ছে না। খেলাকে বিদায় জানাতে হয়েছে। অনয়া অবশ্য এবার ক্রিকেটে ফিরতে চাইছেন। তবে আর ছেলেদের ক্রিকেটে খেলতে পারবেন না, খেলতে চানও না তিনি। আইসিসি ও বিসিসিআই কর্তাদের কাছে তিনি মেয়েদের ক্রিকেটে খেলার অনুমতি দেওয়ার জন্য আবেদন রাখলেন।
advertisement
3/6
আপাতত রূপান্তরিত ক্রিকেটারদের মহিলাদের ক্রিকেটে খেলার সুযোগ রয়েছে। অনয়া সম্প্রতি এক রিপোর্ট তুলে ধরেছেন। কেন রূপান্তরিত হলেও তিনি মহিলাদের ক্রিকেটে খেলার যোগ্য, সেটাই বলতে চেয়েছেন।সমাজমাধ্যমে একটি ভিডিও পোস্ট করে অনয়া বলেছেন, “রূপান্তরিত মহিলা ক্রীড়াবিদ হিসাবে আমার যে যাত্রা, তার একটি বিজ্ঞানভিত্তিক রিপোর্ট সবার সামনে তুলে ধরছি। গত কয়েক বছরে হরমোনের চিকিৎসার পর আমার শারীরিক পরিবর্তন হয়েছে। এই রিপোর্টে দেখানো হয়েছে. আমার শরীর কীভাবে ধীরে ধীরে প্রভাবিত হয়েছে।
আপাতত রূপান্তরিত ক্রিকেটারদের মহিলাদের ক্রিকেটে খেলার সুযোগ রয়েছে। অনয়া সম্প্রতি এক রিপোর্ট তুলে ধরেছেন। কেন রূপান্তরিত হলেও তিনি মহিলাদের ক্রিকেটে খেলার যোগ্য, সেটাই বলতে চেয়েছেন। সমাজমাধ্যমে একটি ভিডিও পোস্ট করে অনয়া বলেছেন, “রূপান্তরিত মহিলা ক্রীড়াবিদ হিসাবে আমার যে যাত্রা, তার একটি বিজ্ঞানভিত্তিক রিপোর্ট সবার সামনে তুলে ধরছি। গত কয়েক বছরে হরমোনের চিকিৎসার পর আমার শারীরিক পরিবর্তন হয়েছে। এই রিপোর্টে দেখানো হয়েছে. আমার শরীর কীভাবে ধীরে ধীরে প্রভাবিত হয়েছে।
advertisement
4/6
ম্যাঞ্চেস্টার মেট্রোপলিটান বিশ্ববিদ্যালয়ে এক বছর হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি (এইচআরটি) করিয়েছেন অনয়া। বাঙ্গারের মেয়ে প্রমাণ হিসেবে কিছু তথ্য তুলে ধরে দাবি করেছেন, তাঁর শরীরে এখন পেশির শক্তি, সহনশীলতা, গ্লুকোজ এবং অক্সিজেনের মাত্রা মহিলাদের মতোই। ফলে তিনি মহিলাদের ক্রিকেটে খেলার যোগ্য বলে দাবি করেছেন।
ম্যাঞ্চেস্টার মেট্রোপলিটান বিশ্ববিদ্যালয়ে এক বছর হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি (এইচআরটি) করিয়েছেন অনয়া। বাঙ্গারের মেয়ে প্রমাণ হিসেবে কিছু তথ্য তুলে ধরে দাবি করেছেন, তাঁর শরীরে এখন পেশির শক্তি, সহনশীলতা, গ্লুকোজ এবং অক্সিজেনের মাত্রা মহিলাদের মতোই। ফলে তিনি মহিলাদের ক্রিকেটে খেলার যোগ্য বলে দাবি করেছেন।
advertisement
5/6
কিছুদিন আগে এক সাক্ষাৎকারে অনয়া বলেছিলেন, লিঙ্গ পরিবর্তনের পর আমি যেমন অনেকের সাহায্য পেয়েছি, তেমনও ভয়ঙ্কর অভিজ্ঞতারও শিকার হয়েছি। কিছু ক্রিকেটার আমাকে নিজেদের নগ্ন ছবি পাঠিয়েছে। সকলের সামনে গালি দিয়েছেন।
কিছুদিন আগে এক সাক্ষাৎকারে অনয়া বলেছিলেন, লিঙ্গ পরিবর্তনের পর আমি যেমন অনেকের সাহায্য পেয়েছি, তেমনও ভয়ঙ্কর অভিজ্ঞতারও শিকার হয়েছি। কিছু ক্রিকেটার আমাকে নিজেদের নগ্ন ছবি পাঠিয়েছে। সকলের সামনে গালি দিয়েছেন।" তিনি আরও জানান, এই হরমোন ট্রিটমেন্ট সহজ ছিল না। শরীরে অনেক সমস্যা হয়েছিল। তবে তিনি সবটাই মেনে নিয়েছেন। কারণ তিনি আজ যা হয়েছেন, সেটাই তো এতদিন হতে চেয়েছিলেন!
advertisement
6/6
২৩ বছর বয়সী আরিয়ানের ধীরে ধীরে অনয়া হয়ে ওঠার প্রক্রিয়া ছিল বেশ জটিল। ১০ মাস ধরে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি নিয়েছিলেন তিনি। তার পর নিজেকে আমূল বদলে ফেলেছেন। তবে এই পরিবর্তনের ফলে তাঁর শরীরে বেশ কিছু সমস্যা দেখা দিয়েছিল বলেও তিনি জানান। সেগুলো একটি ভিডিওতে জানিয়েছিলেন তিনি। বলেছিলেন, শরীরে দুর্বলতা, পেশির শক্তি হারানোর মতো সমস্যা হচ্ছিল তাঁর।
২৩ বছর বয়সী আরিয়ানের ধীরে ধীরে অনয়া বাঙ্গার হয়ে ওঠার প্রক্রিয়া ছিল বেশ জটিল। ১০ মাস ধরে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি নিয়েছিলেন তিনি। তার পর নিজেকে আমূল বদলে ফেলেছেন। তবে এই পরিবর্তনের ফলে তাঁর শরীরে বেশ কিছু সমস্যা দেখা দিয়েছিল বলেও তিনি জানান। সেগুলো একটি ভিডিওতে জানিয়েছিলেন তিনি। বলেছিলেন, শরীরে দুর্বলতা, পেশির শক্তি হারানোর মতো সমস্যা হচ্ছিল তাঁর।
advertisement
advertisement
advertisement