ক্যানসার আক্রান্তদের সাহায্য, লন্ডনে যুবরাজের পার্টিতে চাঁদের হাট ! উপস্থিত সচিন থেকে লারা, বিরাট প্রত্যেকেই
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Yuvraj Singh London Dinner Gala: লর্ডস টেস্ট শুরু হওয়ার আগের দিনই লন্ডনে বসল চাঁদের হাট ৷ যুবরাজ সিংয়ের দেওয়া গালা পার্টিতে উপস্থিত সচিন থেকে বিরাট, লারা থেকে ক্রিস গেইল প্রত্যেকেই ৷
advertisement
advertisement
উপলক্ষ্য, যুবরাজ সিংহের আয়োজিত তাঁর সংস্থা YouWeCan Foundation-এর একটি বিশেষ তহবিল সংগ্রহের অনুষ্ঠান ৷ যেখানে বিশ্বের বর্তমান থেকে প্রাক্তন তারকা ক্রিকেটাররা উপস্থিত ছিলেন ৷ ক্যানসারকে জয় করা যুবরাজ এই ফাউন্ডেশনের মাধ্যমে অনেক অভাবী রোগীদের চিকিৎসা এবং আর্থিক সাহায্য করেছেন। এই ইভেন্টটি এই সংস্থার জন্য তহবিল সংগ্রহের উদ্দেশ্যে আয়োজিত হয়েছিল।
advertisement
advertisement
advertisement