Sachin Tendulkar: ছুটি কাটাতে মাসাই মারাতে সপিরাবের সচিন, শেয়ার করলেন জঙ্গল সাফারির ছবি

Last Updated:
Sachin Tendulkar: বর্তমান থেকে প্রাক্তন, ভারতীয় দলের সকল ক্রিকেটাররাই এখন ব্যস্ত ছুটি কাটাতে। ক্রিকেট ঈশ্বর সচিন তেন্ডুলকরও ছুটি কাটাতে গিয়েছেন কেনিয়ার মাসাই মারাতে।
1/6
বর্তমান থেকে প্রাক্তন, ভারতীয় দলের সকল ক্রিকেটাররাই এখন ব্যস্ত ছুটি কাটাতে। ক্রিকেট ঈশ্বর সচিন তেন্ডুলকরও ছুটি কাটাতে গিয়েছেন কেনিয়ার মাসাই মারাতে।
বর্তমান থেকে প্রাক্তন, ভারতীয় দলের সকল ক্রিকেটাররাই এখন ব্যস্ত ছুটি কাটাতে। ক্রিকেট ঈশ্বর সচিন তেন্ডুলকরও ছুটি কাটাতে গিয়েছেন কেনিয়ার মাসাই মারাতে।
advertisement
2/6
স্ত্রী অঞ্জলি এবং কন্যা সারাকে সঙ্গে নিয়ে মাসাই মারা অভয়ারণ্যে জঙ্গল সাফারি করছেন মাস্টার ব্লাস্টার। সোশ্যাল মিডিয়াতে একাধিক ছবিও শেয়ার করেছেন মাস্টার ব্লাস্টার।
স্ত্রী অঞ্জলি এবং কন্যা সারাকে সঙ্গে নিয়ে মাসাই মারা অভয়ারণ্যে জঙ্গল সাফারি করছেন মাস্টার ব্লাস্টার। সোশ্যাল মিডিয়াতে একাধিক ছবিও শেয়ার করেছেন মাস্টার ব্লাস্টার।
advertisement
3/6
শেয়ার করা ছবিতে তেন্ডুলকর পরিবারের ৩ সদস্যকে খোশ মেজাজেই পাওয়া গিয়েছে। জঙ্গল সাফারি করতে গিয়ে নিজেই গাড়ি ড্রাইভ করেছেন সচিন তেন্ডুলকর।
শেয়ার করা ছবিতে তেন্ডুলকর পরিবারের ৩ সদস্যকে খোশ মেজাজেই পাওয়া গিয়েছে। জঙ্গল সাফারি করতে গিয়ে নিজেই গাড়ি ড্রাইভ করেছেন সচিন তেন্ডুলকর।
advertisement
4/6
মাসাই মারা অভয়ারণ্য সিংহ, চিতা এবং আফ্রিকান হাতির জন্য বিখ্যাত। সচিনের শেয়ার করা ছবিতে মাসাইমারা চিতা বাঘ, জিরাফ সহ একাঝিক বন্যপ্রাণকে দেখা গিয়েছে।
মাসাই মারা অভয়ারণ্য সিংহ, চিতা এবং আফ্রিকান হাতির জন্য বিখ্যাত। সচিনের শেয়ার করা ছবিতে মাসাইমারা চিতা বাঘ, জিরাফ সহ একাঝিক বন্যপ্রাণকে দেখা গিয়েছে।
advertisement
5/6
সোশ্যাল মিডিয়ায় মোট ৬টি ছবি শেয়ার করেছেন সচিন তেন্ডুলকর।  ছবি শেয়ার করে ক্যাপশনে সচিনলিখেছেন, মাসাই মারাতে পরিবারের সঙ্গে আনন্দের মুহূর্ত।'
সোশ্যাল মিডিয়ায় মোট ৬টি ছবি শেয়ার করেছেন সচিন তেন্ডুলকর। ছবি শেয়ার করে ক্যাপশনে সচিনলিখেছেন, মাসাই মারাতে পরিবারের সঙ্গে আনন্দের মুহূর্ত।'
advertisement
6/6
শুধু সাফারি করাই নয়, সচিন কিন্তু এই সফরেই ওই অঞ্চলের মাসাই জনগোষ্ঠীর লোকেদের সঙ্গেও কথাও বলেছেন। ছুটি যে বেশ চুটিয়ে উপভোগ করছেন 'ছোটে নবাব' তা ছবিই বলে দিচ্ছে।
শুধু সাফারি করাই নয়, সচিন কিন্তু এই সফরেই ওই অঞ্চলের মাসাই জনগোষ্ঠীর লোকেদের সঙ্গেও কথাও বলেছেন। ছুটি যে বেশ চুটিয়ে উপভোগ করছেন 'ছোটে নবাব' তা ছবিই বলে দিচ্ছে।
advertisement
advertisement
advertisement