Sachin Tendulkar 50th Birthday: ছোট্ট সচিনের অদেখা ছবির অ্যালবাম, যা মন ভালো করে দেবে আপনারও
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Sachin Tendulkar 50th Birthday: জীবনের ২২ গজে হাফ সেঞ্চুরি করে ফেললেন 'ক্রিকেট ঈশ্বর' সচিন তেন্ডুলকর। ২৪ এপ্রিল শুধু দেশ নয়, বিশ্ব জুড়ে পালিত হচ্ছ মাস্টার ব্লাস্টারের ৫০ তম জন্মদিন।
১৯৭৩ সালের ২৪ এপ্রিল জন্মগ্রহণ করেন সচিন তেন্ডুলকর। বর্তমানে তিনি কিংবদন্তী। তাঁর সারা বিশ্ব পালন করে তাঁর জন্মদিন। ক্রিকেট ঈশ্বর বলা হয় তাঁকে।
advertisement
পরিবারের শিল্পী সত্ত্বা ছিল সতিনের বাবা রমেশ তেন্ডুলকরও লেখক ছিলেন। সচিনের দাদারাও হাতেরকাজে পারদর্শী। বাবার কোলে ছোট্ট সচিনের এই ছবিটি খুবই মিষ্টি।
advertisement
ছোট বেলায় ব্যাট হাতে সচিন তেন্ডুলকরের এই ছবিটি খুবই জনপ্রিয়। ক্রিকেটের প্রতি প্রেম তখন থেকেই শুরু। দাদা ছোট্ট সচিনকে প্রথম নিয়েগিয়েছিলেন ক্রিকেট কোচিংয়ে।
advertisement
ছোট বেলায় খুবই দুষ্টু ছিলেন সচিন তেন্ডুলকর। নানা রকম মজার কাণ্ড ঘটাতেন। এই ছবিটিতে খেলার গাড়িতে বসে বই পড়তে দেখা যায় ছোট সচিনকে।
advertisement
এই ছবিটিও খুবই দুর্লভ। ক্রিকেট কেরিয়ারের একেবারে শুরুর দিকের ছবি এটি। যেখানে ট্রফি হাতে দেখা যায় সচিন তেন্ডুলকরকে।
advertisement
ছোট বেলায় সচিন তেন্ডুলকরের বন্ধু ছিলেন অতুল রানাডে। দুজনে একসঙ্গেই অনুশীলন করতেন। এই ছবিটি অনুশীলনের ফাঁকে তোলা।
advertisement
এই ছবিটি ১৪ বছর বয়সে সচিন তেন্ডুলকরের। তখন যথেষ্ট নাম-ডাক হয়ে গিয়েছে। ১৯৮৭ সালে ভারত বনাম জিম্বাবোয়ে ম্যাচে বল বয় ছিলেন সচিন।
advertisement