যুবরাজ সিংয়ের বোনের দিকে নজর চলে গিয়েছিল রোহিত শর্মার। ব্যস তাতেই বিপত্তি। রেগে ফায়ার হয়েছিলেন যুবি। রোহিতকে বলেছিলেন, একদম আমার বোনের দিকে তাকাবে না। (PC: Rohit Sharma Instagram) যুবরাজ সিংয়ের সেই হুমকি ধোপে টেকেনি। শেষ পর্যন্ত রিতিকা সজদেহের সঙ্গেই সাত পাকে বাঁধা পড়েন রোহিত শর্মা। রিতিকাকে নিজের বোনের মতোই স্নেহ করেন যুবি। রোহিত আর রিতিকার বিয়ের ৬ বছর পূর্ণ হয়েছে। এখনও যুবরাজ সিংয়ের সেই হুমকির কথা মনে করেন রোহিত শর্মা। (PC: Rohit Sharma Instagram) ইরফান পাঠানের সঙ্গে একটি শুটিংয়ে ব্যস্ত ছিলেন যুবরাজ সিং। সেই শুটিংয়ের সেটে এসেছিলেন রোহিত শর্মাও। ওখানে তখন ছিলেন রিতিকা। আর তখনই সুন্দরী রিতিকার দিকে চোখ চলে যায় হিটম্যানের। সেই সময় যুবি তাঁকে হুমকি দিয়েছিলেন। (PC: Rohit Sharma Instagram) যুবরাজ সিংকে রাখি পরান রিতিকা। নিজের বোনের মতোই রিতিকাকে স্নেহ করেন যুবি। আর তাই রিতিকাকে বরাবর বেশ আগলে রাখেন তিনি। তবে শেষমেশ রোহিত শর্মা তাঁকে মন দিয়ে বসেন। রোহিতকে ভালবেসে ফেলেন রিতিকাও। (PC: Rohit Sharma Instagram) যুবির হুমকি দেওয়ার ঘটনা কিছুদিন আগে একটি টিভি শো-তে জানিয়েছিলেন রোহিত শর্মা। রিতিকা একটা সময় রোহিত শর্মার পিএ হিসেবে কাজ করতেন। (PC: Rohit Sharma Instagram) সেদিন শুটিং শেষে রোহিত শর্মার কাছে এসেছিলেন রিতিকা। রোহিতকে তিনি বলেছিলেন, কোনও কিছুর দরকার হলে তিনি যেন রিতিকাকে বলেন। এর পর তাঁদের দুজনের বন্ধু্ত্ব হয়। সেই বন্ধুত্ব গড়ায় প্রেমের সম্পর্কে। ২০১৫ সালে বিয়ে করেন রোহিত-রিতিকা। (PC: Rohit Sharma Instagram)