সেদিন শুটিং শেষে রোহিত শর্মার কাছে এসেছিলেন রিতিকা। রোহিতকে তিনি বলেছিলেন, কোনও কিছুর দরকার হলে তিনি যেন রিতিকাকে বলেন। এর পর তাঁদের দুজনের বন্ধু্ত্ব হয়। সেই বন্ধুত্ব গড়ায় প্রেমের সম্পর্কে। ২০১৫ সালে বিয়ে করেন রোহিত-রিতিকা। (PC: Rohit Sharma Instagram)