'আমার কোনও দুঃখ নেই', স্ত্রীকে পাশে রেখে শিশুর মতো কাঁদলেন ফেডেরার
- Published by:Suman Majumder
Last Updated:
Roger Federer: একমাত্র খেলার মাঠেই হয়তো এমন আবেগ সম্ভব! চিরপ্রতিদ্বন্দ্বীর অবসরের দিনে কেঁদে ফেললেন নাদালও।
advertisement
advertisement
advertisement
গত বছর উইম্বলডনে কোয়ার্টার ফাইনালে হারের পর রজার ফেডেরারের ডান হাঁটুতে তিনটি অপারেশন করতে হয়েছিল। এর পরে তিনি কোর্টে ফিরতে পারছিলেন না। উইম্বলডন ম্যাচে তার সিঙ্গলস ম্যাচ হারের পর গুঞ্জন চলছিল, এবার হয়তো অবসর ঘোষণা করবেন ফেডেরার। সুইজারল্যান্ডের তারকা খেলোয়াড় গত সপ্তাহে ঘোষণা করেছিলেন তিনি লেভার কাপের পরে টেনিস থেকে অবসর নেবেন। এর পরে তিনি স্পষ্ট করেন, ডাবলস ম্যাচে তিনি শেষবারের মতো কোর্টে থাকবেন।
advertisement
advertisement