Tarak Sinha Died: 'আমি বিধ্বস্ত', প্রিয় 'তারক স্যর'কে হারিয়ে ভেঙে পড়েছেন ঋষভ পন্থ

Last Updated:
Tarak Sinha: ক্যানসারের কাছে হারলেন দ্রোণাচার্য পুরস্কারে ভূষিত কোচ। গুরুর মৃত্যুতে ভেঙে পড়েছেন ঋষভ পন্থ।
1/5
ভারতীয় ক্রিকেটে তাঁর অবদান এক কথায় স্বীকার করবেন যে কেউ। সেই তারক সিনহা চলে গেলেন ক্যানসারের কাছে হেরে। শোকস্তব্ধ ভারতীয় ক্রিকেট সমাজ।
ভারতীয় ক্রিকেটে তাঁর অবদান এক কথায় স্বীকার করবেন যে কেউ। সেই তারক সিনহা চলে গেলেন ক্যানসারের কাছে হেরে। শোকস্তব্ধ ভারতীয় ক্রিকেট সমাজ।
advertisement
2/5
শিখর ধাওয়ান, আশিস নেহেরা, ঋষভ পন্থের মতো ক্রিকেটাররা তাঁর হাতে গড়া। এমন একজন কোচকে হারানো ভারতীয় ক্রিকেটের বড় ক্ষতি।
শিখর ধাওয়ান, আশিস নেহেরা, ঋষভ পন্থের মতো ক্রিকেটাররা তাঁর হাতে গড়া। এমন একজন কোচকে হারানো ভারতীয় ক্রিকেটের বড় ক্ষতি।
advertisement
3/5
প্রিয় তারক স্যরকে হারিয়ে রীতিমতো ভেঙে পড়েছেন ঋষভ পন্থ। এদিন সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট করলেনপন্থ। গুরুকে স্মরণ করলেন ভারতীয় দলের উইকেটকিপার-ব্যাটসম্যান।
প্রিয় তারক স্যরকে হারিয়ে রীতিমতো ভেঙে পড়েছেন ঋষভ পন্থ। এদিন সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট করলেনপন্থ। গুরুকে স্মরণ করলেন ভারতীয় দলের উইকেটকিপার-ব্যাটসম্যান।
advertisement
4/5
পন্থ এদিন লিখলেন, "আমার মেন্টর, কোচ, মোটিভেটর, আবার উনিই আমার সব থেকে বড় সমালোচক। আমার অন্যতম ফ্যানকে হারালাম। নিজের সন্তানের মতো আমাকে আগলে রাখতেন। আমি বিধ্বস্ত। আমি মাঠে নামলে আপনিও আমার সঙ্গে থাকবেন। আপনার আত্মার শান্তি কামনা করি তারক স্যার।"
পন্থ এদিন লিখলেন, "আমার মেন্টর, কোচ, মোটিভেটর, আবার উনিই আমার সব থেকে বড় সমালোচক। আমার অন্যতম ফ্যানকে হারালাম। নিজের সন্তানের মতো আমাকে আগলে রাখতেন। আমি বিধ্বস্ত। আমি মাঠে নামলে আপনিও আমার সঙ্গে থাকবেন। আপনার আত্মার শান্তি কামনা করি তারক স্যার।"
advertisement
5/5
সনেট ক্লাবে বহুদিন ধরে ক্রিকেট কোচিং করাতেন তারক সিনহা। দ্রোণাচার্য পুরস্কারে ভূষিত হয়েছিলেন। তাঁর কাছে প্রশিক্ষণ নিয়েছেন দেশের বহু নামী তারকা ক্রিকেটার।
সনেট ক্লাবে বহুদিন ধরে ক্রিকেট কোচিং করাতেন তারক সিনহা। দ্রোণাচার্য পুরস্কারে ভূষিত হয়েছিলেন। তাঁর কাছে প্রশিক্ষণ নিয়েছেন দেশের বহু নামী তারকা ক্রিকেটার।
advertisement
advertisement
advertisement