Argentina vs Saudi Arabia: সোশ্যাল মিডিয়ায় রেফারিকে নিয়ে উঠছে ঝড়, যৌন কেলেঙ্কারিতেও জড়িয়েছিলেন তিনি

Last Updated:
FIFA World Cup 2022: স্লোভানিয়ার এই রেফারি এই ধরণের একটি পার্টি থেকে গ্রেফতার অবধি হয়েছিলেন৷ তাঁর সঙ্গে নাম জড়িয়েছিল রিং লিডার তাঁর নাম ছিল তিজানা মাকসিমোভিচ৷
1/8
#কলকাতা: রেফারি স্লাভকো ভিনচিচকে এখন খুঁজে বেড়াচ্ছে নেটিজেনরা৷ আর্জেন্টিনা বনাম সৌদি আরব ম্যাচের পর সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়েছেন ফিফার এই ম্যাচ রেফারি৷  বিশ্বকাপের ইতিহাসে এটা একটা বড় অঘটন হিসেবে দেখছেন ফুটবলপ্রেমীরা৷ আর্জেন্টিনা এবারের বিশ্বকাপেরও অন্যতম ফেভারিট আর সৌদি আরব এমন একটা দেশ যারা কখনও বিশ্বকাপে নিজেদের ওপেনিং ম্যাচে জয় পায়নি৷ Photo- AP 
#কলকাতা: রেফারি স্লাভকো ভিনচিচকে এখন খুঁজে বেড়াচ্ছে নেটিজেনরা৷ আর্জেন্টিনা বনাম সৌদি আরব ম্যাচের পর সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়েছেন ফিফার এই ম্যাচ রেফারি৷  বিশ্বকাপের ইতিহাসে এটা একটা বড় অঘটন হিসেবে দেখছেন ফুটবলপ্রেমীরা৷ আর্জেন্টিনা এবারের বিশ্বকাপেরও অন্যতম ফেভারিট আর সৌদি আরব এমন একটা দেশ যারা কখনও বিশ্বকাপে নিজেদের ওপেনিং ম্যাচে জয় পায়নি৷ Photo- AP 
advertisement
2/8
এই অবস্থায় আর্জেন্টিনাকে পেনাল্টি দেওয়া থেকে তিনটি গোলের অফসাইড সব নিয়েই সমালোচনায় মেতেছে ফুটবলপ্রেমী নেটিজেনরা ৷ কোথাও ফুটবলারের ছবি দিয়ে অফসাইড ব্যাখ্যা আবার কোথাও এটা পেনাল্টি দিলে তো ওই  ম্যাচের ওটাও পেনাল্টি এরকম নানারকম আলোচনা।
এই অবস্থায় আর্জেন্টিনাকে পেনাল্টি দেওয়া থেকে তিনটি গোলের অফসাইড সব নিয়েই সমালোচনায় মেতেছে ফুটবলপ্রেমী নেটিজেনরা ৷ কোথাও ফুটবলারের ছবি দিয়ে অফসাইড ব্যাখ্যা আবার কোথাও এটা পেনাল্টি দিলে তো ওই  ম্যাচের ওটাও পেনাল্টি এরকম নানারকম আলোচনা।
advertisement
3/8
এদিকে এত আলোচনার মধ্যে বারবার যাঁর নাম সামনে চলে এসেছে তিনি হলেন রেফারি স্লাভকো ভিনচিচ৷ বেশ বড় কেলেঙ্কারিতে নাম জড়িয়েছিল তাঁর৷ ফিফার এই রেফারির বিরুদ্ধে যৌন ও মাদক কেলেঙ্কারি রয়েছে৷
এদিকে এত আলোচনার মধ্যে বারবার যাঁর নাম সামনে চলে এসেছে তিনি হলেন রেফারি স্লাভকো ভিনচিচ৷ বেশ বড় কেলেঙ্কারিতে নাম জড়িয়েছিল তাঁর৷ ফিফার এই রেফারির বিরুদ্ধে যৌন ও মাদক কেলেঙ্কারি রয়েছে৷
advertisement
4/8
স্লোভানিয়ার এই আধিকারিক এই ধরণের একটি পার্টি থেকে গ্রেফতার অবধি হয়েছিলেন৷ তাঁর সঙ্গে নাম জড়িয়েছিল রিং লিডার তাঁর নাম ছিল তিজানা মাকসিমোভিচ৷
স্লোভানিয়ার এই আধিকারিক এই ধরণের একটি পার্টি থেকে গ্রেফতার অবধি হয়েছিলেন৷ তাঁর সঙ্গে নাম জড়িয়েছিল রিং লিডার তাঁর নাম ছিল তিজানা মাকসিমোভিচ৷
advertisement
5/8
একটি নৌকায় করে মহিলা পাচার হচ্ছিল৷ সেখান থেকে ২৬ নারী-পুরুষকে গ্রেফতার করা হয়৷ সেই নৌকায় কোকেন, অস্ত্র এমনকি টাকাও উদ্ধার হয়েছিল৷
একটি নৌকায় করে মহিলা পাচার হচ্ছিল৷ সেখান থেকে ২৬ নারী-পুরুষকে গ্রেফতার করা হয়৷ সেই নৌকায় কোকেন, অস্ত্র এমনকি টাকাও উদ্ধার হয়েছিল৷
advertisement
6/8
২০২০ সালের সেই ঘটনার সময় ১৪ প্যাকেজ উদ্ধার করা হয়েছিল , এছাড়াও ছিল ইউরো, বিভিন্ন দেশের মুদ্রা৷ তিনটি অস্ত্র সজ্জিত পোশাক উদ্ধার হয়েছিল৷
২০২০ সালের সেই ঘটনার সময় ১৪ প্যাকেজ উদ্ধার করা হয়েছিল , এছাড়াও ছিল ইউরো, বিভিন্ন দেশের মুদ্রা৷ তিনটি অস্ত্র সজ্জিত পোশাক উদ্ধার হয়েছিল৷
advertisement
7/8
স্লোভানিয়ার এই আধিকারিক এই ধরণের একটি পার্টি থেকে গ্রেফতার অবধি হয়েছিলেন৷ তাঁর সঙ্গে নাম জড়িয়েছিল রিং লিডার তাঁর নাম ছিল তিজানা মাকসিমোভিচ৷
স্লোভানিয়ার এই আধিকারিক এই ধরণের একটি পার্টি থেকে গ্রেফতার অবধি হয়েছিলেন৷ তাঁর সঙ্গে নাম জড়িয়েছিল রিং লিডার তাঁর নাম ছিল তিজানা মাকসিমোভিচ৷
advertisement
8/8
তবে না নারী না কোকেন না অস্ত্র কোনও বিষয়েই কিছু না জেনে ওই পার্টিতে গিয়েছিলেন এমনটাই জানিয়েছিলেন সেই উয়েফার প্যানেলে থাকা রেফারি৷ পরে তিনি ছাড়াও পেয়ে যান৷ Photo- AP
তবে না নারী না কোকেন না অস্ত্র কোনও বিষয়েই কিছু না জেনে ওই পার্টিতে গিয়েছিলেন এমনটাই জানিয়েছিলেন সেই উয়েফার প্যানেলে থাকা রেফারি৷ পরে তিনি ছাড়াও পেয়ে যান৷ Photo- AP
advertisement
advertisement
advertisement