UEFA Champions League Final: লিভারপুলকে হারিয়ে ১৪তম চ্যাম্পিয়নস লিগ জয় রিয়ালের, দেখুন

Last Updated:
কিন্তু শেষ হাসিটা হেসেছে রিয়ালই। (UEFA Champions League Final)
1/15
লিভারপুলকে হারিয়ে রেকর্ড ১৪তম চ্যাম্পিয়নস লিগ জিতে নিজেদেরই ছাড়িয়ে গেল স্পেনের রিয়াল মাদ্রিদ। ভিনিসিয়াস জুনিয়রের একমাত্র গোলে ও গোলরক্ষক থিবো কুর্তোয়ার অসাধারণ দক্ষতায় ইয়র্গেন ক্লপের শিষ্যদের ১-০ ব্যবধানে হারাল কার্লো আনসেলোত্তির শিষ্যরা। অথচ পুরো ম্যাচেই একক দাপট দেখিয়ে খেলেছে লিভারপুল। কিন্তু শেষ হাসিটা হেসেছে রিয়ালই। (UEFA Champions League Final)
লিভারপুলকে হারিয়ে রেকর্ড ১৪তম চ্যাম্পিয়নস লিগ জিতে নিজেদেরই ছাড়িয়ে গেল স্পেনের রিয়াল মাদ্রিদ। ভিনিসিয়াস জুনিয়রের একমাত্র গোলে ও গোলরক্ষক থিবো কুর্তোয়ার অসাধারণ দক্ষতায় ইয়র্গেন ক্লপের শিষ্যদের ১-০ ব্যবধানে হারাল কার্লো আনসেলোত্তির শিষ্যরা। অথচ পুরো ম্যাচেই একক দাপট দেখিয়ে খেলেছে লিভারপুল। কিন্তু শেষ হাসিটা হেসেছে রিয়ালই। (UEFA Champions League Final)
advertisement
2/15
স্টেড ডি ফ্রান্সের গেটে টিকিট হাতে লিভারপুলের সমর্থকেরা।
স্টেড ডি ফ্রান্সের গেটে টিকিট হাতে লিভারপুলের সমর্থকেরা।
advertisement
3/15
মাঠে ফ্যাবিনহো, জর্ডন হেন্ডারসম, থিয়াগো ও ভারজিল ভান ডিজক।
মাঠে ফ্যাবিনহো, জর্ডন হেন্ডারসম, থিয়াগো ও ভারজিল ভান ডিজক।
advertisement
4/15
মাঠে চিন্তিত লিভারপুলের মহম্মদ সালাহ।
মাঠে চিন্তিত লিভারপুলের মহম্মদ সালাহ।
advertisement
5/15
লিভারপুলের ট্রেন্ট অ্যালেকজান্ডার আর্নল্ডের ধাক্কাধাক্কি রিয়াল মাদ্রিদের ভিনিসিয়াস জুনিয়রের সঙ্গে।
লিভারপুলের ট্রেন্ট অ্যালেকজান্ডার আর্নল্ডের ধাক্কাধাক্কি রিয়াল মাদ্রিদের ভিনিসিয়াস জুনিয়রের সঙ্গে।
advertisement
6/15
ভিনিসিয়াস জুনিয়রের গোল।
ভিনিসিয়াস জুনিয়রের গোল।
advertisement
7/15
ওপেনিং গোলের পর ভিনিসিয়াস জুনিয়র।
ওপেনিং গোলের পর ভিনিসিয়াস জুনিয়র।
advertisement
8/15
গোল বাঁচিয়ে রিয়ালের গোলকিপার।
গোল বাঁচিয়ে রিয়ালের গোলকিপার।
advertisement
9/15
রিয়ালের কোচ কারলো অ্যানসেলোত্তি জেতার পর।
রিয়ালের কোচ কারলো অ্যানসেলোত্তি জেতার পর।
advertisement
10/15
বেনজেমার উচ্ছ্বাস।
বেনজেমার উচ্ছ্বাস।
advertisement
11/15
লুকা মদ্রিজের ট্রফি হাতে উচ্ছ্বাস।
লুকা মদ্রিজের ট্রফি হাতে উচ্ছ্বাস।
advertisement
12/15
বুলফাইটারের কেপে রিয়ালের নাচো।
বুলফাইটারের কেপে রিয়ালের নাচো।
advertisement
13/15
চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পর রিয়ার মাদ্রিদের দল।
চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পর রিয়ার মাদ্রিদের দল।
advertisement
14/15
ট্রফি হাতে নিয়ে রিয়ালের খেলোয়াড়রা।
ট্রফি হাতে নিয়ে রিয়ালের খেলোয়াড়রা।
advertisement
15/15
লুকা মদ্রিজ, ক্যাসেমিরো ও টোনি ক্রুজ ট্রফি নিয়ে।
লুকা মদ্রিজ, ক্যাসেমিরো ও টোনি ক্রুজ ট্রফি নিয়ে।
advertisement
advertisement
advertisement