Rajat Patidar: কেউ দলে নেয়নি, ইডেনে ঝড় তোলা রজত পাতিদার ছিলেন আরসিবির 'ওয়েটিং লিস্ট'-এ

Last Updated:
Rajat Patidar: প্রথম আনক্যাপ্ড ক্রিকেটার হিসেবে আইপিএল এলিমিনেটর-এ সেঞ্চুরি। কে এই রজত পাতিদার?
1/6
গেঁয়ো যোগী ভিখ পায় না। কথাটা রজত পাতিদার সম্পর্কে সহজেই বলা যায়। না হলে এমন ক্রিকেটারকে দলে নিতে কি না কোনও ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখায়নি!
গেঁয়ো যোগী ভিখ পায় না। কথাটা রজত পাতিদার সম্পর্কে সহজেই বলা যায়। না হলে এমন ক্রিকেটারকে দলে নিতে কি না কোনও ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখায়নি!
advertisement
2/6
বুধবার সন্ধেয় ইডেনে কালবৈশাখী এল না। এল রজত-ঝড়। ৪৯ বলে সেঞ্চুরি করলেন আরসিবির আনক্যাপড ব্যাটার। একাই টানলেন আরসিবিকে।
বুধবার সন্ধেয় ইডেনে কালবৈশাখী এল না। এল রজত-ঝড়। ৪৯ বলে সেঞ্চুরি করলেন আরসিবির আনক্যাপড ব্যাটার। একাই টানলেন আরসিবিকে।
advertisement
3/6
আইপিএলের এলিমিনেটর ম্যাচে সেঞ্চুরি করা প্রথম আনক্যাপড ক্রিকেটার হলেন রজত পাতিদার। অথচ তাঁকে নিলামে নিতে কোনও দল আগ্রহ দেখায়নি।
আইপিএলের এলিমিনেটর ম্যাচে সেঞ্চুরি করা প্রথম আনক্যাপড ক্রিকেটার হলেন রজত পাতিদার। অথচ তাঁকে নিলামে নিতে কোনও দল আগ্রহ দেখায়নি।
advertisement
4/6
আরসিবির হয়ে ইডেনে লখনউ সুপারজায়েন্টস-এর বিরুদ্ধে ১১২ রান করলেন রজত। গত বছর তিনি আরসিবির হয়ে খেলেছিলেন। তবে এবার শুরুর দিকে তাঁর উপর ভরসা করতে পারেনি আরসিবি।
আরসিবির হয়ে ইডেনে লখনউ সুপারজায়েন্টস-এর বিরুদ্ধে ১১২ রান করলেন রজত। গত বছর তিনি আরসিবির হয়ে খেলেছিলেন। তবে এবার শুরুর দিকে তাঁর উপর ভরসা করতে পারেনি আরসিবি।
advertisement
5/6
কোনও দল না নেওয়ায় শেষ পর্যন্ত রজতকে আরসিবি নিয়েছিল একজন ক্রিকেটারের রিপ্লেসমেন্ট হিসেবে। আর সেই রজত এদিন প্রমাণ করলেন, তিনি কী করতে পারেন! ইডেনে একাই ঝড় তুললেন।
কোনও দল না নেওয়ায় শেষ পর্যন্ত রজতকে আরসিবি নিয়েছিল একজন ক্রিকেটারের রিপ্লেসমেন্ট হিসেবে। আর সেই রজত এদিন প্রমাণ করলেন, তিনি কী করতে পারেন! ইডেনে একাই ঝড় তুললেন।
advertisement
6/6
আরসিবি তাঁকে কার্যত ওয়েটিং লিস্টে রেখেছিল। পরে দেখা যায়, রজত বড় শট খেলতে পারেন। টি-২০ ক্রিকেটে যা সব থেকে বড় ব্যাপার। তাই তাঁকে সুযোগ দেয় আরসিবি।
আরসিবি তাঁকে কার্যত ওয়েটিং লিস্টে রেখেছিল। পরে দেখা যায়, রজত বড় শট খেলতে পারেন। টি-২০ ক্রিকেটে যা সব থেকে বড় ব্যাপার। তাই তাঁকে সুযোগ দেয় আরসিবি।
advertisement
advertisement
advertisement