সেঞ্চুরি করলেন। তার পর আর নিজেকে ধরে রাখতে পারলেন না। মাঠেই হাউ হাউ করে কাঁদলেন। রনজি ট্রফি ফাইনালে টক অফ দ্য টাউন সরফরাজ খান।
2/ 5
মধ্যপ্রদেশের বিরুদ্ধে প্রথম ইনিংসে ১৩৪ রান করলেন সরফরাজ। তার পরই কাঁদলেন তিনি। যেন তাঁর মনে অনেকদিনের ব্যথা জমে ছিল।
3/ 5
এদিন সেঞ্চুরির পর পঞ্জাবের জনপ্রিয় গায়ক প্রয়াত সিধু মুসাওয়ালার সিগনেচার স্টেপ করতে দেখা গেল সরফরাজকে।
4/ 5
জাতীয় দলে সুযোগ পাননি। চোট, অফ ফর্ম, অনেক কিছুই তাঁর জন্য সমস্যা তৈরি করেছিল। কিছুদিন আগে দিলীপ বেঙ্গসরকার প্রশ্ন তুলেছিলেন, সরফরাজ পারফর্ম করেও কেন জাতীয় দলে সুযোগ পাবেন না!
5/ 5
এবার রনজিতে গত বারের চ্যাম্পিয়ন সৌরাষ্ট্রের বিরুদ্ধে ২৭৫ রানের অসাধারণ ইনিংস খেলেন সরফরাজ। ১৬৫ এবং ১৫৩ রানের দু'টি দুরন্ত ইনিংসও করেছেন। গতবার ও এবার মিলিয়ে ১৭০০ রানের বেশি করে ফেলেছেন সরফরাজ।