উন্মুক্ত ক্লিভেজে বাড়িয়েছিলেন কাতারের উষ্ণতা, ইভানার প্রেমে পড়ার খবরে মন ভাঙল ফ্যানেদের

Last Updated:
বিশ্বকাপের প্রতিটি ম্যাচেই ক্রোয়েশিয়া দলকে সমর্থন করতে উপস্থিত ছিলেন ক্রোয়েশিয়ার হট মডেল ইভানা নোল। বিশ্বকাপ শেষ দেশে ফিরেছেন ক্রোটদের সুপার সেক্সি ফ্যান। শোনা যাচ্ছে দেশে ফিরেই প্রেমে পড়েছেন ইভানা।
1/7
নামমাত্র পোশাকে গোটা কাতার বিশ্বকাপে স্টেডিয়ামে উষ্ণতার ঝড় তুলেছেন প্রাক্তন মিস ক্রোয়েশিয়া  ইভানা নোল। বিশ্বকাপের প্রেমিকা বলে পরিচিতি হয়ে গিয়েছিল ইভানার।
নামমাত্র পোশাকে গোটা কাতার বিশ্বকাপে স্টেডিয়ামে উষ্ণতার ঝড় তুলেছেন প্রাক্তন মিস ক্রোয়েশিয়া ইভানা নোল। বিশ্বকাপের প্রেমিকা বলে পরিচিতি হয়ে গিয়েছিল ইভানার।
advertisement
2/7
ছোট পোশাকে ক্লিভেজকে রীতিমত কথা বলিয়েছেন ক্রোট মডেল। বিশ্বকাপে বিভিন্ন ম্যাচে তাঁকে সামনে পেলে ছবি তোলার লাইন লেগেছে।
ছোট পোশাকে ক্লিভেজকে রীতিমত কথা বলিয়েছেন ক্রোট মডেল। বিশ্বকাপে বিভিন্ন ম্যাচে তাঁকে সামনে পেলে ছবি তোলার লাইন লেগেছে।
advertisement
3/7
কাতার বিশ্বকাপ শেষে দেশে ফিরে শোনা যাচ্ছে প্রেমে পড়েছেন ইভানা নোল। নিজের নতুন বন্ধুর  সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ছবিও শেয়ার করেছেন ইভানা।
কাতার বিশ্বকাপ শেষে দেশে ফিরে শোনা যাচ্ছে প্রেমে পড়েছেন ইভানা নোল। নিজের নতুন বন্ধুর সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ছবিও শেয়ার করেছেন ইভানা।
advertisement
4/7
গুঞ্জন কানাডিয়ান সেলিব্রেটি র‌্যাপার ড্রেক এক্সের সঙ্গে সম্পর্কে রয়েছেন ইভানা। তাদের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় সামনে এসেছে ইভানার সৌজন্যে।
গুঞ্জন কানাডিয়ান সেলিব্রেটি র‌্যাপার ড্রেক এক্সের সঙ্গে সম্পর্কে রয়েছেন ইভানা। তাদের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় সামনে এসেছে ইভানার সৌজন্যে।
advertisement
5/7
নতুন বছরটা ফ্লোরিডায় একসঙ্গে পার্টি করেছেন ইভানা ও ড্রেক। সেখানে হলিউড স্টার লিওনার্দো ডি ক্যাপ্রিওর ঝলমলে পার্টিতে কালো পোশাকে সেজে উপস্থিত হয়েছিলেন ক্রোট মডেল।
নতুন বছরটা ফ্লোরিডায় একসঙ্গে পার্টি করেছেন ইভানা ও ড্রেক। সেখানে হলিউড স্টার লিওনার্দো ডি ক্যাপ্রিওর ঝলমলে পার্টিতে কালো পোশাকে সেজে উপস্থিত হয়েছিলেন ক্রোট মডেল।
advertisement
6/7
প্রসঙ্গত, কাতারে রীতিমত নিজের আলাদা ফ্যানবেস তৈরি করেছিলেন ইভানা নোল। বিশ্বকাপের প্রেমিকার প্রেমে পড়ার গুঞ্জনে একটু হলেও মন ভেঙেছে ইভানার ফ্যানেদের।
প্রসঙ্গত, কাতারে রীতিমত নিজের আলাদা ফ্যানবেস তৈরি করেছিলেন ইভানা নোল। বিশ্বকাপের প্রেমিকার প্রেমে পড়ার গুঞ্জনে একটু হলেও মন ভেঙেছে ইভানার ফ্যানেদের।
advertisement
7/7
তবে নিজের প্রেমে পড়া নিয়ে এখনও কোনও মুখ খোলেননি ইভানা নোল। তবে ক্রোট মডেলের নতুন সম্পর্ক নিয়ে জল্পনা চলছেই।
তবে নিজের প্রেমে পড়া নিয়ে এখনও কোনও মুখ খোলেননি ইভানা নোল। তবে ক্রোট মডেলের নতুন সম্পর্ক নিয়ে জল্পনা চলছেই।
advertisement
advertisement
advertisement