Ind vs WI 2nd ODI: কেকেআর পেসারকে খেলতে ল্যাজে-গোবরে অবস্থা ক্যারিবিয়ানদের, ধুঁকছে উইন্ডিজ

Last Updated:
Prasidh Krishna vs West Indies: পাঁচ ওভারে চার রান দিয়ে তিন উইকেট। প্রসিদ্ধ কৃষ্ণাকে খেলতে ল্যাজে-গোবরে অবস্থা ক্যারিবিয়ানদের।
1/5
পাঁচ ওভারে ৪ রান, তিন উইকেট। এর পর আর কিছুই বলে দিতে হয় না। কেকেআর স্পিনার প্রসিদ্ধ কৃষ্ণাকে খেলতে ল্যাজে-গোবরে অবস্থা ক্যারিবিয়ানদের।
পাঁচ ওভারে ৪ রান, তিন উইকেট। এর পর আর কিছুই বলে দিতে হয় না। কেকেআর স্পিনার প্রসিদ্ধ কৃষ্ণাকে খেলতে ল্যাজে-গোবরে অবস্থা ক্যারিবিয়ানদের।
advertisement
2/5
এদিন প্রথমে ব্যাট করে ভারতীয় দল তোলে ২৩৭ রান। জবাবে ক্যারিবিয়ান দল প্রথম থেকেই স্লো খেলছে। প্রসিদ্ধ কৃষ্ণা, যুজবেন্দ্র চাহালদের দাপটে সেভাবে রান তুলতে পারছেন না উইন্ডিজ ব্যাটাররা।
এদিন প্রথমে ব্যাট করে ভারতীয় দল তোলে ২৩৭ রান। জবাবে ক্যারিবিয়ান দল প্রথম থেকেই স্লো খেলছে। প্রসিদ্ধ কৃষ্ণা, যুজবেন্দ্র চাহালদের দাপটে সেভাবে রান তুলতে পারছেন না উইন্ডিজ ব্যাটাররা।
advertisement
3/5
এমনিতেই স্পিনে এলার্জি ক্যারিবিয়ানদের। আহমেদাবাদের উইকেট আবার স্পিন সহায়ক। এই উইকেটের ফায়দা তুলছেন প্রসিদ্ধ কৃষ্ণা। এখনও পর্যন্ত তিন উইকেট তুলে নিয়েছেন তিনি।
এমনিতেই স্পিনে এলার্জি ক্যারিবিয়ানদের। আহমেদাবাদের উইকেট আবার স্পিন সহায়ক। এই উইকেটের ফায়দা তুলছেন প্রসিদ্ধ কৃষ্ণা। এখনও পর্যন্ত তিন উইকেট তুলে নিয়েছেন তিনি।
advertisement
4/5
ব্র্যান্ডন কিং, ড্যারেন ব্রাভোদের তুলে উইন্ডিজ দলের টপ অর্ডারকে বড় ধাক্কা দেন প্রসিদ্ধ। এর পর ক্যাপ্টেন নিকোলাস পুরানকেও আউট করেন। তিনি।
ব্র্যান্ডন কিং, ড্যারেন ব্রাভোদের তুলে উইন্ডিজ দলের টপ অর্ডারকে বড় ধাক্কা দেন প্রসিদ্ধ। এর পর ক্যাপ্টেন নিকোলাস পুরানকেও আউট করেন। তিনি।
advertisement
5/5
মাত্র ৭৬ রানে অর্ধেক ক্যারিবায়ন দল প্যাভিলিয়নে ফিরেছে।২৩৭ রান তাড়া করতে নেমে চাপে পড়ে গিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। আজ জিতলে ভারতীয় দল ওয়ান ডে সিরিজ জিতে নেবে।
মাত্র ৭৬ রানে অর্ধেক ক্যারিবায়ন দল প্যাভিলিয়নে ফিরেছে।২৩৭ রান তাড়া করতে নেমে চাপে পড়ে গিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। আজ জিতলে ভারতীয় দল ওয়ান ডে সিরিজ জিতে নেবে।
advertisement
advertisement
advertisement