'মহব্বতে' সিনেমার অভিনেত্রী কিম শর্মা এবং টেনিস তারকা লিয়েন্ডার পেজকে প্রায়ই একসঙ্গে দেখা যায়। দুজনেই তাঁদের সম্পর্কের বিষয়ে নীরব। তবে তাঁদের ছবিগুলো সম্পর্কের স্বাক্ষ্য দিতে দেয়। এবার একটি বিয়েবাড়িতে লিয়েন্ডারের সঙ্গে মজা করতে দেখা গেল কিমকে।
2/ 8
কমলা রঙের লেহেঙ্গায় ভারী গয়না পরা কিম শর্মাকে খুব সুন্দর দেখাচ্ছে। অন্যদিকে, লিয়েন্ডারকে সাদা রঙের কুর্তা-পায়জামা ও মাথায় কমলা রঙের পাগড়ি পরে থাকতে দেখা যায়। এই জুটিকে দেখে প্রশংসা করছেন অনেকেই।
3/ 8
লিয়েন্ডার পেজ যখন পিছন থেকে কিম শর্মাকে কোলে তুলে নিচ্ছেন, তখন অভিনেত্রীর মুখে মিষ্টি হাসি। ইনস্টাগ্রামে এই ছবিগুলি শেয়ার করে কিম ক্যাপশনে লিখেছেন 'বিয়েবাড়ির মজা'।
4/ 8
কিম শর্মার ছবির প্রশংসা করতে গিয়ে এক ভক্ত লিখেছেন, 'তোমাকে সব সময় কী করে এত সুন্দর দেখায়', আরেকজন লিখেছেন 'আপনাকে ২০ বছর বয়সী লাগছে' এবং তৃতীয়জন লিখেছেন 'ছোটবেলার প্রেম'।
5/ 8
ভক্তদের পাশাপাশি ইন্ডাস্ট্রির বন্ধুরাও প্রশংসা করছেন কিম শর্মার।
6/ 8
কিম শর্মা আজকাল ফিল্ম জগত থেকে দূরে। তবে লিয়েন্ডার পেজের সঙ্গে প্রায়শই সময় কাটাতে দেখা যাচ্ছে তাঁকে।
7/ 8
কিম শর্মা ও লিয়েন্ডার পেজের সম্পর্কের কথা জানা যায় গত বছরের জুলাইয়ে। দুজনেই গোয়ার ছুটি কাটানোর সময় তোলা ছবি শেয়ার করেছিলেন।
8/ 8
কিম শর্মা ২০০০ সালে শাহরুখ খান, অমিতাভ বচ্চন এবং ঐশ্বর্য রাইয়ের সঙ্গে 'মহব্বতে' ছবিতে অভিনয় করে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন। এছাড়া কিম শর্মা নেহেলে পে দেহেলা এবং মানি হ্যায় তো হানি হ্যায়-এর মতো ছবিতে কাজ করেছেন।