Paris olympic 2024: অলিম্পিকের প্যারিস ভাসল সিলিনের সুরে! অসুস্থতা ধরা পড়ার ২ বছর পর মঞ্চে গায়িকা
- Published by:Tias Banerjee
- news18 bangla
Last Updated:
আইফেল টাওয়ার জুড়ে আলোর খেলা দেখা যায়। ফ্রান্সের বিভিন্ন তারকাদের হাতে ঘুরল অলিম্পিক্সের মশাল। শেষে গান গাইলেন সিলিন ডিয়ন। ১৯৯৬ সালের অ্যাটলান্টা অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠানে গান গেয়েছিলেন তিনি। আইফেল টাওয়ারের নিচে দাঁড়িয়ে তাঁর 'ল'হাইম আ ল'মুর' গানটি গেয়ে মায়ায় ভরিয়ে দিলেন ভালবাসার শহর। ২০২২ সালে স্টিফ-পারসন সিনড্রোম রোগ ধরা পর এই প্রথম গাইলেন সিলিন। এই গান দিয়ে শেষ হল অনুষ্ঠান।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
গোটা অনুষ্ঠান নদীতে হওয়ার কারণে সব অনুষ্ঠান, সকলে দেখতে পাননি। প্যারিস শহরের বিভিন্ন স্থাপত্যকে তুলে ধরা হয় অনুষ্ঠানে। কিন্তু সে সব সম্প্রচারকারী সংস্থা দেখাতে পারলেও স্যেন নদীর ধারে বসে থাকা দর্শকদের ভরসা ছিল জায়ান্ট স্ক্রিন। সামনে দিয়ে ভেসে চলেছে বিভিন্ন দেশের খেলোয়াড়দের নৌকা। কোন দিকে চোখ রাখবেন তা বোঝা ভার।Photo Courtesy: AP
advertisement
আইফেল টাওয়ারের নীচে বিরাট সংখ্যক দর্শক তখন অপেক্ষা করছেন। তাঁদের সামনে উড়ল অলিম্পিক্সের পতাকা, গাওয়া হল এই প্রতিযোগিতার অ্যান্থেম। সেখানে প্যারিস অলিম্পিক্স আয়োজক কমিটির প্রধান টনি এস্তানগুয়েত এবং আন্তর্জাতিক অলিম্পিক্স সংস্থার প্রধান থমাস বাক সকল খেলোয়াড়দের শুভেচ্ছা জানান। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাকরঁ প্যারিস অলিম্পিক্সের সূচনা করেন।Photo Courtesy: AP
advertisement
advertisement
advertisement
গোটা অনুষ্ঠান নদীতে হওয়ার কারণে সব অনুষ্ঠান, সকলে দেখতে পাননি। প্যারিস শহরের বিভিন্ন স্থাপত্যকে তুলে ধরা হয় অনুষ্ঠানে। কিন্তু সে সব সম্প্রচারকারী সংস্থা দেখাতে পারলেও স্যেন নদীর ধারে বসে থাকা দর্শকদের ভরসা ছিল জায়ান্ট স্ক্রিন। সামনে দিয়ে ভেসে চলেছে বিভিন্ন দেশের খেলোয়াড়দের নৌকা। Photo Courtesy: AP
advertisement
advertisement
আইফেল টাওয়ার জুড়ে আলোর খেলা দেখা যায়। ফ্রান্সের বিভিন্ন তারকাদের হাতে ঘুরল অলিম্পিক্সের মশাল। শেষে গান গাইলেন সিলিন ডিয়ন। ১৯৯৬ সালের অ্যাটলান্টা অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠানে গান গেয়েছিলেন তিনি। আইফেল টাওয়ারের নিচে দাঁড়িয়ে তাঁর 'ল'হাইম আ ল'মুর' গানটি গেয়ে মায়ায় ভরিয়ে দিলেন ভালবাসার শহর। ২০২২ সালে স্টিফ-পারসন সিনড্রোম রোগ ধরা পর এই প্রথম গাইলেন সিলিন। এই গান দিয়ে শেষ হল অনুষ্ঠান। Photo Courtesy: AP