Disappointed Pakistani fan aka Sarim Akhtar: ভুলে যাননি তো এই হতাশ পাকিস্তানি সমর্থককে! তিনি এখন মিউজিয়ামে

Last Updated:
পাকিস্তান ক্রিকেটারদের পারফরম্যান্সে হতাশ হয়ে কোমরে হাত দিয়ে গ্যালারিতে দাঁড়িয়ে ছিলেন শারিম। সেই ছবি এবার কী কাণ্ড করল জানেন!
1/5
শারিম আখতার তাঁর নাম। তবে নামে তাঁর পরিচয় নয়। বরং একটি ছবির জন্যই তাঁকে গোটা বিশ্বের অনেকে চেনেন। হতাশ এই পাকিস্তানি সমর্থক এখন বিশ্ববিখ্যাত বটে।
শারিম আখতার তাঁর নাম। তবে নামে তাঁর পরিচয় নয়। বরং একটি ছবির জন্যই তাঁকে গোটা বিশ্বের অনেকে চেনেন। হতাশ এই পাকিস্তানি সমর্থক এখন বিশ্ববিখ্যাত বটে।
advertisement
2/5
২০১৯ সালে ক্রিকেট বিশ্বকাপে পাকিস্তান বনাম অস্ট্রেলিয়া ম্যাচে তাঁর একটি ছবি ইন্টারনেটে ভাইরাল হয়েছিল। প্রচণ্ড হতাশ হয়ে গ্যালারিতে দাঁড়িয়ে ছিলেন তিনি। গায়ে চেক জামা ও কালো রঙের একটি হাফ জ্যাকেট ছিল তাঁর।
২০১৯ সালে ক্রিকেট বিশ্বকাপে পাকিস্তান বনাম অস্ট্রেলিয়া ম্যাচে তাঁর একটি ছবি ইন্টারনেটে ভাইরাল হয়েছিল। প্রচণ্ড হতাশ হয়ে গ্যালারিতে দাঁড়িয়ে ছিলেন তিনি। গায়ে চেক জামা ও কালো রঙের একটি হাফ জ্যাকেট ছিল তাঁর।
advertisement
3/5
মহম্মদ শারিম আখতারের সেই ছবি নিয়ে মিম-এর বন্যা বয়েছিল। দুবছর কেটে গিয়েছে। এখনও ইন্টারনেটে মাঝেমধ্যেই দেখা যায় তাঁর ছবি। আর অবশ্যই মিম হিসাবে। সেই শারিম আখতারের ছবিটির এবার জায়গা হল মিউজিয়ামে।
মহম্মদ শারিম আখতারের সেই ছবি নিয়ে মিম-এর বন্যা বয়েছিল। দুবছর কেটে গিয়েছে। এখনও ইন্টারনেটে মাঝেমধ্যেই দেখা যায় তাঁর ছবি। আর অবশ্যই মিম হিসাবে। সেই শারিম আখতারের ছবিটির এবার জায়গা হল মিউজিয়ামে।
advertisement
4/5
হংকংয়ের  K11 মিউজিয়ামে জায়গা পেয়েছে শারিমের সেই ছবি। বিশ্বের প্রথম মিম মিউজিয়াম সেটি।
হংকংয়ের K11 মিউজিয়ামে জায়গা পেয়েছে শারিমের সেই ছবি। বিশ্বের প্রথম মিম মিউজিয়াম সেটি।
advertisement
5/5
এতদিন পর্যন্ত শারিমের ছবি নিয়ে মিম বানানো অনেকেই তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। স্রেফ মিম-এর ছবি হিসাবেও মিউজিয়ামে জায়গা করে নেওয়া যায়! দেখিয়ে দিলেন পাকিস্তানের এই সমর্থক। দুবছর আগে বিশ্বকাপে পাকিস্তান দলের পারফরম্যান্সে হতাশ হয়ে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে ছিলেন শারিম। সেই ছবিই ইন্টারনেট কাঁপিয়েছে।
এতদিন পর্যন্ত শারিমের ছবি নিয়ে মিম বানানো অনেকেই তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। স্রেফ মিম-এর ছবি হিসাবেও মিউজিয়ামে জায়গা করে নেওয়া যায়! দেখিয়ে দিলেন পাকিস্তানের এই সমর্থক। দুবছর আগে বিশ্বকাপে পাকিস্তান দলের পারফরম্যান্সে হতাশ হয়ে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে ছিলেন শারিম। সেই ছবিই ইন্টারনেট কাঁপিয়েছে।
advertisement
advertisement
advertisement