এতদিন পর্যন্ত শারিমের ছবি নিয়ে মিম বানানো অনেকেই তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। স্রেফ মিম-এর ছবি হিসাবেও মিউজিয়ামে জায়গা করে নেওয়া যায়! দেখিয়ে দিলেন পাকিস্তানের এই সমর্থক। দুবছর আগে বিশ্বকাপে পাকিস্তান দলের পারফরম্যান্সে হতাশ হয়ে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে ছিলেন শারিম। সেই ছবিই ইন্টারনেট কাঁপিয়েছে।