Pakistan Cricketer's Wife: কয়েকদিন আগে সানিয়া মির্জার পুরনো বরকে বিয়ে করেছেন সানা, এখনই অন্য কার বক্ষলগ্না, ভাইরাল ফটো

Last Updated:
Pakistan Cricketer's Wife: তাহলে কি শোয়েব মালিকের তৃতীয় বিয়ের মধুর সময়ে ফুলস্টপ৷ না হলে এত রোমান্টিক ভাবে কার বক্ষলগ্না হলেন সানা জাভেদ৷
1/7
:পাক অভিনেত্রী সানা জাভেদকে বিয়ে করেছেন শোয়েব। তার জন্য চারপাশ থেকে প্রচুর সমালোচনা হজম করতে হচ্ছে তাঁকে। জানা গিয়েছে, শোয়েবের বাড়ির লোকজনও এই বিয়েতে একেবারেই খুশি নয়। তার মধ্যে বিয়ের মাস ঘুরতে না ঘুরতেই পর পুরুষের বুকে মাথা শোয়েবের নতুন বউয়ের৷ 
:পাক অভিনেত্রী সানা জাভেদকে বিয়ে করেছেন শোয়েব। তার জন্য চারপাশ থেকে প্রচুর সমালোচনা হজম করতে হচ্ছে তাঁকে। জানা গিয়েছে, শোয়েবের বাড়ির লোকজনও এই বিয়েতে একেবারেই খুশি নয়। তার মধ্যে বিয়ের মাস ঘুরতে না ঘুরতেই পর পুরুষের বুকে মাথা শোয়েবের নতুন বউয়ের৷ 
advertisement
2/7
কিন্তু মানুষ যখন প্রেমে থাকে তখন কে কী বলল কে মাথা ঘামায়৷ তাই আয়েশা সিদ্দিক, তারপর সানিয়া মির্জা হয়ে ২০ জানুয়ারি থেকে সানা জাভেদের ‘শওহর’ হয়েছিলেন৷ শোয়েব মালিক৷
কিন্তু মানুষ যখন প্রেমে থাকে তখন কে কী বলল কে মাথা ঘামায়৷ তাই আয়েশা সিদ্দিক, তারপর সানিয়া মির্জা হয়ে ২০ জানুয়ারি থেকে সানা জাভেদের ‘শওহর’ হয়েছিলেন৷ শোয়েব মালিক৷
advertisement
3/7
কিন্ত বিয়ের ঠিক দু মাসের মাথায় সানা জাভেদকে নিয়ে জোর গসিপ৷ তোলপাড় হচ্ছে নেটদুনিয়া৷ কারণ জানেন কি?
কিন্ত বিয়ের ঠিক দু মাসের মাথায় সানা জাভেদকে নিয়ে জোর গসিপ৷ তোলপাড় হচ্ছে নেটদুনিয়া৷ কারণ জানেন কি?
advertisement
4/7
কারণ আর কিছুই নয় সানা জাভেদ অন্য এক পুরুষের বক্ষলগ্না হয়ে ছবি তুলেছেন৷ সোশ্যাল মিডিয়ায় সেই ফটো আসতেই আগুনের গতিতে তা ভাইরাল হয়ে গেছে৷
কারণ আর কিছুই নয় সানা জাভেদ অন্য এক পুরুষের বক্ষলগ্না হয়ে ছবি তুলেছেন৷ সোশ্যাল মিডিয়ায় সেই ফটো আসতেই আগুনের গতিতে তা ভাইরাল হয়ে গেছে৷
advertisement
5/7
তাহলে কি শোয়েব মালিকের তৃতীয় বিয়ের মধুর সময়ে ফুলস্টপ৷ না হলে এত রোমান্টিক ভাবে কার বক্ষলগ্না হলেন সানা জাভেদ৷
তাহলে কি শোয়েব মালিকের তৃতীয় বিয়ের মধুর সময়ে ফুলস্টপ৷ না হলে এত রোমান্টিক ভাবে কার বক্ষলগ্না হলেন সানা জাভেদ৷
advertisement
6/7
 আসলে আর কিছুই নয়, শোয়েব মালিকের নতুন বউ সানা জাভেদ পাকিস্তানের ললিউডের অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী৷ তিনি আউটডোরে শ্যুটিংয়ে গেছেন৷
আসলে আর কিছুই নয়, শোয়েব মালিকের নতুন বউ সানা জাভেদ পাকিস্তানের ললিউডের অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী৷ তিনি আউটডোরে শ্যুটিংয়ে গেছেন৷
advertisement
7/7
আর সেখানেই তাঁর কো স্টার দানিশ তৈমুরের সঙ্গে নিজের ফটো তুলেছিলেন৷ আর সেই ছবি ভাইরাল হতেই শোয়েব মালিকের নতুন বউকে নিয়ে তোলপাড় সব মহলে৷
আর সেখানেই তাঁর কো স্টার দানিশ তৈমুরের সঙ্গে নিজের ফটো তুলেছিলেন৷ আর সেই ছবি ভাইরাল হতেই শোয়েব মালিকের নতুন বউকে নিয়ে তোলপাড় সব মহলে৷
advertisement
advertisement
advertisement