চলতি অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে রবি কুমারের ইকোনমি রেট দেখলেই বোঝা যাবে, কী অসাধারণ পারফরম্যান্স করেছেন তিনি! একের পর এক ম্যাচে দুর্দান্ত বোলিং করেছেন। শুরুতে উইকেট তুলেছেন, রান দিয়েছেন কম। তাঁর অফ কাটার খেলতে হিমশিম খেয়েছেন বিপক্ষ দলের ব্যাটাররা। পরিসংখ্যান বলছে, চলতি বিশ্বকাপে সাড়ে চার ইকোনমি রেট ছিল রবি কুমারের। টুর্নামেন্টে তিনিই সেরা বোলিং করেছেন, এটা বলাই যায়।