টালির চালের মাটির বাড়ি, জলের ভরসা টিউবওয়েল! ভারতীয় হকি দলের অগ্নিকন্যার বাড়ির করুণ ছবি
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
রোজের লড়াই করে আজ তিনি দেশকে গর্বিত করেছেন, কিন্তু এখনও তাঁর বাড়ির এ কী করুণ অবস্থা, রইল ছবি৷
#রাঁচি: ঝাড়খণ্ডের (Jharkhand) সিমডেগা জেলাকে হকির নার্সারি বলা ভুল হবে না৷ দেশের একাধিক হকি খেলোয়াড় এখান থেকেই তৈরি হয়ে বৃহত্তর ও আন্তর্জাতিক মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করেছেন৷ কড়া প্রস্তুতি করে আন্তর্জাতিক মঞ্চের জন্য তৈরি হয়েছেন এই প্রত্যন্ত অঞ্চলের মেয়েরা৷ তবে অলিম্পিক্স (Tokyo Olympics) মঞ্চের জন্য এই প্রথম এখান থেকে কোনও মহিলা হকি খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন তিনি হলেন সলিমা টেটে (Salima Tete)৷ অলিম্পিক গেমসের ভারতের মেয়েরা এবার ইতিহাস তৈরি করেছেন৷ এই প্রথম তাঁরা সেমিফাইনালে উঠেছেন৷ তবে একটুর জন্য পদক হাতছাড়া হয়েছে৷
advertisement
সলিমা টেটে সিমডেগা জেলার সদর প্রখণ্ডের অন্তর্গত বড়কি ছাপ গ্রামের বাসিন্দা৷ তাঁর মায়ের নাম সুভানি টেটে, আর বাবার নাম সুলক্ষণ টেটে৷ সলিমার বাবা হকির খুব ভালো খেলোয়াড় ছিলেন৷ ফলে ছোট থেকেই তিনি বাড়িতে হকির পরিবেশ দেখেছেন৷ সলিমা কিন্তু সলিমার বাড়ির অবস্থা দেখলে চোখে জল আসবে৷ অলিম্পিক্সের আগে অবধি সলিমার বাড়িতে টেলিভিশনও ছিল না৷
advertisement
সলিমার নির্বাচন মহিলা হকি দলে হওয়ার পর তাঁর সঙ্গে দেখা করতে বহু মানুষ সেখানে পৌঁছন৷ তারপরেই তাঁর বাড়ির করুণ ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়৷ সোশ্যাল মিডিয়ায় তাঁর টালির চালের মাটির বাড়ির ছবি ভাইরাল হওয়ার পর প্রশাসন দ্রুত উদ্যোগ নিয়ে তাঁর বাড়িতে টেলিভিশন, ডিটুএইচ এবং জেনরেটরের ব্যবস্থা করিয়ে দেন৷
advertisement
সলিমার বাবা লঠ্ঠাখমহন হকি প্রতিযোগিতায় খেলেন ও জেতেন তিনি ছিলেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়৷ হকি সিমডেগা -র অধ্যক্ষ সলিমাকে হকি খেলতে দেখেন এবং তাঁকে আবাসিক ট্রায়ালে ডাকেন৷ সেখান থেকে ২০১৩ তে তাঁকে আবসিক সেন্টারের জন্য নির্বাচন করা হয়৷ নিজের দারুণ পারফরম্যান্সের জন্য তিনি রাঁচিতে আয়োজিত এসজিএফআই রাষ্ট্রীয় বিদ্যালয় হকি প্রতিযোগিতা-র জন্য ঝাড়খণ্ড দলে নির্বাচিত হন৷ ২০১৬ সালে সলিমা জুনিয়র ভারতীয় মহিলা হকি দলের জন্য নির্বাচিত হয়েছেন৷ ২০১৮ ইয়ুথ অলিম্পিক্সে তিনি দলের অধিনায়ক ছিলেন৷ সেখানে তাঁরা রুপো পান৷ ২০১৯ তাঁর নির্বাচন সিনিয়র দলের জন্য হয়৷ তারপর সেখান থেকেই অলিম্পিক্সের জন্য নির্বাচিত হন তিনি৷