Tokyo Olympics Live Updates: এমন দিনে বন্দুক সঙ্গ দিল না! কপাল খারাপ শুটার মানুর

Last Updated:
এমন গুরুত্বপূর্ণ দিনে বন্দুক খারাপ! তাও খেলার মাঝে। অনেক চেষ্টা করেছিলেন ভারতীয় শুটার মানু ভাকের।
1/5
এমন গুরুত্বপূর্ণ দিনেই কি না বন্দুক সঙ্গ দিল না! মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টের ফাইনালে পৌঁছকতে পারলেন না ভারতীয় শুটার মানু ভাকের।
এমন গুরুত্বপূর্ণ দিনেই কি না বন্দুক সঙ্গ দিল না! মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টের ফাইনালে পৌঁছকতে পারলেন না ভারতীয় শুটার মানু ভাকের।
advertisement
2/5
ইভেন্টের সেকেন্ড সিরিজ শুরুর আগে আচমকাই মানুর পিস্তলে যান্ত্রিক গোলযোগ দেখা দেয়। পিস্তল সারাতে গিয়ে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল।
ইভেন্টের সেকেন্ড সিরিজ শুরুর আগে আচমকাই মানুর পিস্তলে যান্ত্রিক গোলযোগ দেখা দেয়। পিস্তল সারাতে গিয়ে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল।
advertisement
3/5
জানা গিয়েছে, মানুর পিস্তলের সার্কিটে সমস্যা দেখা দিয়েছিল। এর পরই টেস্ট টেন্ট-এ গিয়ে খারাপ যন্ত্রাংশ পাল্টে নেন মানু। তবে তাতে অনেকটা সময় চলে যায়।
জানা গিয়েছে, মানুর পিস্তলের সার্কিটে সমস্যা দেখা দিয়েছিল। এর পরই টেস্ট টেন্ট-এ গিয়ে খারাপ যন্ত্রাংশ পাল্টে নেন মানু। তবে তাতে অনেকটা সময় চলে যায়।
advertisement
4/5
পিস্তলের ককিং লিভার জ্যাম হয়ে গিয়েছিল। ফলে পেলেট ভরতে পারছিলেন না মানু। ককিং লিভার লক হয়ে গেলে ইলেকট্রনিক ট্রিগার কাজ করে না। মানু ককিং লিভার পাল্টেও লাভ হয়নি।
পিস্তলের ককিং লিভার জ্যাম হয়ে গিয়েছিল। ফলে পেলেট ভরতে পারছিলেন না মানু। ককিং লিভার লক হয়ে গেলে ইলেকট্রনিক ট্রিগার কাজ করে না। মানু ককিং লিভার পাল্টেও লাভ হয়নি।
advertisement
5/5
মানু এদিন ৫৭৫ পয়েন্ট নিয়ে ১২ নম্বরে ছিলেন। তবে এখনও ২৫ মিটার এবং মিক্সড ইভেন্ট রয়েছে। সেখানে মানুর পদক জয়ের সম্ভাবনা এখনও রয়েছে।
মানু এদিন ৫৭৫ পয়েন্ট নিয়ে ১২ নম্বরে ছিলেন। তবে এখনও ২৫ মিটার এবং মিক্সড ইভেন্ট রয়েছে। সেখানে মানুর পদক জয়ের সম্ভাবনা এখনও রয়েছে।
advertisement
advertisement
advertisement