Tokyo Olympics 2020 তে রুপোর পদক, মণিপুরের মুখ্যমন্ত্রীর ‘বড়’ ঘোষণা Mirabai Chanu কে নিয়ে

Last Updated:
মীরাবাই চানু (Mirabai Chanu) মণিপুরে পৌঁছলেই একের পর এক ধামাকা তাঁর জন্য কী কী থাকছে পুরস্কারের মহাতালিকায়...
1/5
#ইম্ফল: মণিপুরের (Manipur) মুখ্যমন্ত্রী  বীরেন সিংহের বড় ঘোষণা টোকিও অলিম্পিক্সের (Olympics 2020) রুপোজয়ী ভারোত্তলক মীরাবাই চানুকে (Mirabai Chanu) রাজ্য পুলিশ বিভাগের অতিরিক্ত পুলিশ অধীক্ষকের  (ASP) রূপে নিযুক্ত করলেন ৷ Photo -AP
#ইম্ফল: মণিপুরের (Manipur) মুখ্যমন্ত্রী বীরেন সিংহের বড় ঘোষণা টোকিও অলিম্পিক্সের (Olympics 2020) রুপোজয়ী ভারোত্তলক মীরাবাই চানুকে (Mirabai Chanu) রাজ্য পুলিশ বিভাগের অতিরিক্ত পুলিশ অধীক্ষকের (ASP) রূপে নিযুক্ত করলেন ৷ Photo -AP
advertisement
2/5
মুখ্যমন্ত্রী জানিয়েছেন রাজ্য সরকার তাঁকে এক কোটি টাকার পুরস্কার দেবে৷ সিংহ জানিয়েছেন ৪৯ কিলোগ্রাম বিভাগে রুপো জয়ী অলিম্পিয়ানের কাছে এখন এএসপি-র (খেলা) পদ হবে৷
মুখ্যমন্ত্রী জানিয়েছেন রাজ্য সরকার তাঁকে এক কোটি টাকার পুরস্কার দেবে৷ সিংহ জানিয়েছেন ৪৯ কিলোগ্রাম বিভাগে রুপো জয়ী অলিম্পিয়ানের কাছে এখন এএসপি-র (খেলা) পদ হবে৷
advertisement
3/5
তিনি জানিয়েছেন মণিপুর সরকার খুব দ্রুত রাজ্যে বিশ্বমানের ওয়েটলিফটিং অ্যাকাডেমি চালু করবে৷ জুডোর এল সুশীলা দেবী কনস্টেবল থেকে উপনিরীক্ষক পদে এগিয়ে যাবেন৷ (AP)
তিনি জানিয়েছেন মণিপুর সরকার খুব দ্রুত রাজ্যে বিশ্বমানের ওয়েটলিফটিং অ্যাকাডেমি চালু করবে৷ জুডোর এল সুশীলা দেবী কনস্টেবল থেকে উপনিরীক্ষক পদে এগিয়ে যাবেন৷ (AP)
advertisement
4/5
তিনি ঘোষণা করেছেন টোকিও অলিম্পিক্সে অংশগ্রহণকারী রাজ্যের সব অ্যাথলিটদের ২৫ লক্ষ করে টাকা দেওয়া হবে৷ (AP)
তিনি ঘোষণা করেছেন টোকিও অলিম্পিক্সে অংশগ্রহণকারী রাজ্যের সব অ্যাথলিটদের ২৫ লক্ষ করে টাকা দেওয়া হবে৷ (AP)
advertisement
5/5
চানু ছাড়াও সুশীলা ও বক্সার মেরিকম সহিত অন্তত পাঁচজন মণিপুরি অ্যাথলিট অলিম্পিক্সে অংশ নিচ্ছেন৷ .(AP)
চানু ছাড়াও সুশীলা ও বক্সার মেরিকম সহিত অন্তত পাঁচজন মণিপুরি অ্যাথলিট অলিম্পিক্সে অংশ নিচ্ছেন৷ .(AP)
advertisement
advertisement
advertisement