হায়দরাবাদে Encounter, গ্যাংরেপের সঠিক শাস্তি ? দুই কন্যা দুই মেরুতে

Last Updated:
গনধর্ষণের শাস্তি এনকাউন্টার, ক্রীড়াজগতের তারকাদের নানা মত
1/8
হায়দরাবাদে নৃশংস গণধর্ষণকরা আর বেঁচে নেই ৷ শুক্রবার কাকভোরে খবরটা আসার পর থেকে সারা দেশ থেকে এই নিয়ে নানারকমের মত এসেছে ৷ চার গণধর্ষক ঘটনার পুনর্নির্মানের জন্য জেলের বাইরে নিয়ে যাওয়া হলে সকলে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন এমনটাই জানানো হয় পুলিশের পক্ষ থেকে ৷ তারপরেই হয় এনকাউন্টার , মৃত্যু হয় চার ধর্ষকের ৷ বিভিন্ন মহলব থেকে ধর্ষকদের এতবাড় শাস্তিকে যেমন কুর্নিশ জানানো হয়েছে ঠিক তেমনিই অনেকেই প্রশ্ন তুলেছেন এই এনকাউন্টার নিয়ে ৷ হায়দরাবাদের দুই সেলিব্রিটি স্পোর্টস তারকা কিন্তু এই ঘটনমা নিয়ে দুই মেরুতে ৷ শুধু এঁরাই নন একধিক ক্রীড়াব্যক্তিত্ব এই নিয়ে নিজেদের মত প্রকাশ করলেন সোশ্যাল মিডিয়ায় ৷ Photo- File
হায়দরাবাদে নৃশংস গণধর্ষণকরা আর বেঁচে নেই ৷ শুক্রবার কাকভোরে খবরটা আসার পর থেকে সারা দেশ থেকে এই নিয়ে নানারকমের মত এসেছে ৷ চার গণধর্ষক ঘটনার পুনর্নির্মানের জন্য জেলের বাইরে নিয়ে যাওয়া হলে সকলে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন এমনটাই জানানো হয় পুলিশের পক্ষ থেকে ৷ তারপরেই হয় এনকাউন্টার , মৃত্যু হয় চার ধর্ষকের ৷ বিভিন্ন মহলব থেকে ধর্ষকদের এতবাড় শাস্তিকে যেমন কুর্নিশ জানানো হয়েছে ঠিক তেমনিই অনেকেই প্রশ্ন তুলেছেন এই এনকাউন্টার নিয়ে ৷ হায়দরাবাদের দুই সেলিব্রিটি স্পোর্টস তারকা কিন্তু এই ঘটনমা নিয়ে দুই মেরুতে ৷ শুধু এঁরাই নন একধিক ক্রীড়াব্যক্তিত্ব এই নিয়ে নিজেদের মত প্রকাশ করলেন সোশ্যাল মিডিয়ায় ৷ Photo- File
advertisement
2/8
অলিম্পিক্সে ব্রোঞ্জ পদকজয়ী শাটলার সাইনা নেহওয়াল জানিয়েছেন হায়দরাবাদ পুলিশের এই কাজ দারুণ, আপনাদের কুর্নিশ ৷ Photo Courtesy- Saina Nehwal/ Twitter
অলিম্পিক্সে ব্রোঞ্জ পদকজয়ী শাটলার সাইনা নেহওয়াল জানিয়েছেন হায়দরাবাদ পুলিশের এই কাজ দারুণ, আপনাদের কুর্নিশ ৷ Photo Courtesy- Saina Nehwal/ Twitter
advertisement
3/8
হরভজন সিং জানিয়েছেন পুলিশ যা করেছে তা পুলিশের মতোই কাজ ৷ এখানে সবসময়ে খারাপদের বিরুদ্ধে ভালোদের জয় হয় ৷ Photo Courtesy- Saina Nehwal/ Twitter
হরভজন সিং জানিয়েছেন পুলিশ যা করেছে তা পুলিশের মতোই কাজ ৷ এখানে সবসময়ে খারাপদের বিরুদ্ধে ভালোদের জয় হয় ৷ Photo Courtesy- Saina Nehwal/ Twitter
advertisement
4/8
গীতা ফোগটও একইভাবে এই এনকাউন্টারের পক্ষে সওয়াল করেছেন ৷ Photo Courtesy- Twitter
গীতা ফোগটও একইভাবে এই এনকাউন্টারের পক্ষে সওয়াল করেছেন ৷ Photo Courtesy- Twitter
advertisement
5/8
রূপোজয়ী শ্যুটার রাজ্যবর্ধন সিং রাঠোরও এই ঘটবনাকে প্রশংসা করেছেন ৷ Photo Courtesy-  Twitter
রূপোজয়ী শ্যুটার রাজ্যবর্ধন সিং রাঠোরও এই ঘটবনাকে প্রশংসা করেছেন ৷ Photo Courtesy- Twitter
advertisement
6/8
আজকের সকালটিকে স্বস্ত্বিদায়ক সকাল বলেছেন - যোগেশ্বর দত্ত ৷ Photo Courtesy-  Twitter
আজকের সকালটিকে স্বস্ত্বিদায়ক সকাল বলেছেন - যোগেশ্বর দত্ত ৷ Photo Courtesy- Twitter
advertisement
7/8
তবে জ্বওলা গুট্টা এই ঘটনায় তিনি প্রশ্ন তুলেছেন ৷ তিনি জানিয়েছেন এই ঘটনা কি সবার সঙ্গেই হবে ৷ মানে ধর্ষকদের সঙ্গে এই বিচারই হবে৷ Photo Courtesy-  Twitter
তবে জ্বওলা গুট্টা এই ঘটনায় তিনি প্রশ্ন তুলেছেন ৷ তিনি জানিয়েছেন এই ঘটনা কি সবার সঙ্গেই হবে ৷ মানে ধর্ষকদের সঙ্গে এই বিচারই হবে৷ Photo Courtesy- Twitter
advertisement
8/8
প্রজ্ঞান ওঝাও জ্বওলা গুট্টার এই মন্তব্যে সহমত প্রশন করেছেন ৷ Photo Courtesy-  Twitter
প্রজ্ঞান ওঝাও জ্বওলা গুট্টার এই মন্তব্যে সহমত প্রশন করেছেন ৷ Photo Courtesy- Twitter
advertisement
advertisement
advertisement