হায়দরাবাদে নৃশংস গণধর্ষণকরা আর বেঁচে নেই ৷ শুক্রবার কাকভোরে খবরটা আসার পর থেকে সারা দেশ থেকে এই নিয়ে নানারকমের মত এসেছে ৷ চার গণধর্ষক ঘটনার পুনর্নির্মানের জন্য জেলের বাইরে নিয়ে যাওয়া হলে সকলে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন এমনটাই জানানো হয় পুলিশের পক্ষ থেকে ৷ তারপরেই হয় এনকাউন্টার , মৃত্যু হয় চার ধর্ষকের ৷ বিভিন্ন মহলব থেকে ধর্ষকদের এতবাড় শাস্তিকে যেমন কুর্নিশ জানানো হয়েছে ঠিক তেমনিই অনেকেই প্রশ্ন তুলেছেন এই এনকাউন্টার নিয়ে ৷ হায়দরাবাদের দুই সেলিব্রিটি স্পোর্টস তারকা কিন্তু এই ঘটনমা নিয়ে দুই মেরুতে ৷ শুধু এঁরাই নন একধিক ক্রীড়াব্যক্তিত্ব এই নিয়ে নিজেদের মত প্রকাশ করলেন সোশ্যাল মিডিয়ায় ৷ Photo- File