দিনকয়েক আগেই নোভাক জকোভিচের কাছে ফরাসী ওপেনের সেমিতে হারটা তিনি হয়তো এখনও হজম করতে পারেননি। লাল সুড়কির কোর্টে তিনি বেতাজ বাদশা। তাঁর সেই একচ্ছত্র আধিপত্যেও থাবা বসালেন জোকার। রাফায়েল নাদাল তাই কিছুটা হলেও মনমরা এখন।
advertisement
2/5
১৩ বার ফরাসী ওপেন খেতাব জিতেছেন তিনি। কিন্তু এবার আটকে গেলেন জকোভিচের কাছে। ফরাসী ওপেনে রাফায়েল নাদালের অপ্রত্যাশিত হার মেনে নিতে পারেননি তাঁর ভক্তরা। আর এবার তাঁর ভক্তদের আরও একটি খারাপ খবর শোনালেন স্প্যানিশ তারকা।
advertisement
3/5
উইম্বলডন ও টোকিও অলিম্পিক থেকে নাম তুলে নিয়েছেন নাদাল। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় বিবৃতি দিয়ে সেই কথা জানিয়েছেন নাদাল। বিশ্রাম নিতে চান তিনি। কেরিয়ার দীর্ঘ করতে চান। আর তাই এমন সিদ্ধান্ত বলে জানিয়েছেন।
এদিন নাদাল বিবৃতি জানান, এমন একটা সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না। তবে অনেক ভেবে দেখলাম, এখন যে পর্যায় আমি টেনিস খেলি সেখানে শরীরের দিকটা ভাবা দরকার। সঠিক এক্সারসাইজ না করলে ও পর্যাপ্ত বিশ্রাম না নিলে বেশিদিন খেলতে পারব না। তাই আমার টিমের সবার সঙ্গে কথা বলে এই সিদ্ধান্ত নিয়েছি।