স্বপ্নার গালে ছিল ব্যান্ডেজ! যন্ত্রণা দাঁতে চেপেই দৌড় শেষে সোনা
Last Updated:
advertisement
advertisement
সাতটি ইভেন্টের সমাহার এই হেপ্টাথেলন ৷ থাকে হাইজাম্প, জ্যাভলিন থ্রো, শটপাট, ১০০ মিটার , ২০০ মিটার, ৮০০ মিটার- দৌড়, লংজাম্প ৷ এরমধ্যে স্বপ্না নিজে সবচেয়ে দুর্বল ১০০ মিটার দৌড়ে ৷ আর স্বপ্নার জোরালো পয়েন্ট হাইজাম্প ও জ্যাভলিন থ্রো ৷ Photo Courtesy - Reuters সাতটি ইভেন্টের সমাহার এই হেপ্টাথেলন ৷ থাকে হাইজাম্প, জ্যাভলিন থ্রো, শটপাট, ১০০ মিটার , ২০০ মিটার, ৮০০ মিটার- দৌড়, লংজাম্প ৷ এরমধ্যে স্বপ্না নিজে সবচেয়ে দুর্বল ১০০ মিটার দৌড়ে ৷ আর স্বপ্নার জোরালো পয়েন্ট হাইজাম্প ও জ্যাভলিন থ্রো ৷ Photo Courtesy - Reuters
advertisement
সোনার মেডেলের ম্যাচে সাতটি ইভেন্ট থেকে মোট ৬০২৬ পয়েন্ট পান স্বপ্না ৷ দু’দিন ধরে চলা ইভেন্টে নিজের পারফরম্যান্স ধরে রাখেন স্বপ্না ৷ হাইজাম্পে (১০০৩ পয়েন্ট),জ্যাভলিন থ্রো (৮৭২ পয়েন্ট) পান এবং এক নম্বরে ছিলেন ৷ শটপাটে (৭০৭ পয়েন্ট) পেয়ে দ্বিতীয় স্থানে শেষ করেছিলেন তিনি ৷ লংজাম্পে পেয়েছিলেন (৮৬৫ পয়েন্ট)৷ Photo Courtesy - Reuters
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement