হোম » ছবি » ফুটবল » পদ্মভূষণে সম্মানিত বাচেন্দ্রি পাল, পদ্মশ্রী গম্ভীর সহ আট জন ক্রীড়াবিদ
পদ্মভূষণে সম্মানিত বাচেন্দ্রি পাল, পদ্মশ্রী গম্ভীর সহ আট জন ক্রীড়াবিদ
Bangla Editor
1/ 6
৭০ তম প্রজাতন্ত্র দিবসের আগের দিন দেশের তৃতীয় সর্বোচ্চ অসমারিক সম্মানে ভূষিত হলেন পর্বতারোহী বাচেন্দ্রি পাল ৷ ১৯৮৪ সালে প্রথম ভারতীয় মহিলা হিসেবে এভারেস্টের চুড়োয় পা রেখেছিলেন তিনি ৷ এদিন তাঁকে পদ্মভূষণ সম্মান দেওয়া হল ৷
2/ 6
গৌতম গম্ভীর ক্রিকেট থেকে সরে দাঁড়িয়েছেন ২০১৮ তেই ৷ দেশের জার্সি গায়ে তাঁর পারফরম্যান্সকে সম্মান দিতে পদ্মশ্রী সম্মান দেওয়া হল ৷ ২০০৭ সালে ূ২০ বিশ্বকাপ ও ২০১১ বিশ্বকাপে ভারতের জয়ে দারুণ অবদান ছিল দিল্লির এই ক্রিকেটারের ৷
3/ 6
জাতীয় দলের জার্সি গায়ে একের পর এক পারফরম্যান্স দিয়ে চলেছেন সুনীল ছেত্রী ৷ আগে পেয়েছিলেন অর্জুন পুরস্কার ৷ এবার পেলেন পদ্ম সম্মান ৷জাতীয় দলের জার্সি গায়ে ১০৭ ম্যাচে ৬৭ গোল করেছেন তিনি ৷
4/ 6
টেবল টেনিসে পদ্মশ্রী পেলেন শরত কমল ৷
5/ 6
ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে রুপো ও ব্রোঞ্জজয়ী কুস্তিগির বজরঙ্গ পুনিয়া পেয়েছেন পদ্মশ্রী ৷
6/ 6
এছাড়া বোম্বাইলা দেবী তিরন্দাজিতে, দাবাতে হরিকা, বাস্কেটবলে প্রশান্তি সিং, কবাডিতে অজয় ঠাকুর পদ্ম সম্মান পেলেন ৷