ফেডেরারের বয়স এখন ৩৯। অগাস্টের ৮ তারিখ তিনি ৪০-এর কোটায়। এর পর কি আর টেনিস খেলবেন রজার! এটাই এখন সব থেকে বড় প্রশ্ন। ইতিমধ্যে ২০টি গ্র্যান্ডস্ল্যাম জিতেছেন তিনি। ২০১৮ সালের অস্ট্রেলিয়ান ওপেন জয়ের পর অবশ্য আর কোনও গ্র্যান্ডস্ল্যাম জেতেননি রজার। এদিক, হোবার্ট এদিন রজারকে হারিয়ে বিশ্ব টেনিসে নিজেকে প্রতিষ্ঠা করলেন যেন।