মাহি ফ্যান ? এই ঘটনা জানলে অবশ্যই মুখ থেকে বেরোবে ‘‘তু মেরা হিরো’’

Last Updated:
1/5
মহেন্দ্র সিং ধোনি - আপাতত ক্রিকেটে নেই , আরও স্পষ্ট কথায় তাঁকে দলে রাখা হচ্ছে না ৷ ঘরের মাঠে ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে সিরিজ এবং অস্ট্রেলিয়াতেও টি-টোয়েন্টি সিরিজের দলে ঠাঁই হয়নি মাহির ৷ আসলে ২০১৯ বিশ্বকাপের কথা মাথায় রেখে তরুণদের নাকি দেখে নিতে চাইছে টিম ম্যানেজমেন্ট এই কথাতেই বিশ্রামে মহেন্দ্র সিং ধোনি ৷ Photo- AFP
মহেন্দ্র সিং ধোনি - আপাতত ক্রিকেটে নেই , আরও স্পষ্ট কথায় তাঁকে দলে রাখা হচ্ছে না ৷ ঘরের মাঠে ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে সিরিজ এবং অস্ট্রেলিয়াতেও টি-টোয়েন্টি সিরিজের দলে ঠাঁই হয়নি মাহির ৷ আসলে ২০১৯ বিশ্বকাপের কথা মাথায় রেখে তরুণদের নাকি দেখে নিতে চাইছে টিম ম্যানেজমেন্ট এই কথাতেই বিশ্রামে মহেন্দ্র সিং ধোনি ৷ Photo- AFP
advertisement
2/5
তাঁর চেন্নাই সুপার কিংসের কোচ স্টিফেন ফ্লেমিং অবশ্য আস্থা রেখেছেন ধোনি ২০১৯ বিশ্বকাপ দলে অবশ্যই থাকবেন ৷ ফ্লেমিং সংবাদমাধ্যমকে জানিয়েছেন ওর শুধু নিজের আত্মবিশ্বাসটা দরকার , তাহলেই বড় মঞ্চে একদিনের ক্রিকেটে নিজের সেরাটা দিতে পারবেন তিনি ৷ Photo- AFP
তাঁর চেন্নাই সুপার কিংসের কোচ স্টিফেন ফ্লেমিং অবশ্য আস্থা রেখেছেন ধোনি ২০১৯ বিশ্বকাপ দলে অবশ্যই থাকবেন ৷ ফ্লেমিং সংবাদমাধ্যমকে জানিয়েছেন ওর শুধু নিজের আত্মবিশ্বাসটা দরকার , তাহলেই বড় মঞ্চে একদিনের ক্রিকেটে নিজের সেরাটা দিতে পারবেন তিনি ৷ Photo- AFP
advertisement
3/5
তবে ক্রিকেট নেই তো কী হয়েছে খেলাতেই রয়েছেন মহেন্দ্র সিং ধোনি ৷ রাঁচিতে আয়োজিত এক টেনিস টুর্নামেন্টে ডাবলসে অংশ নিয়েছিলেন মাহি ৷ Photo- Instagram
তবে ক্রিকেট নেই তো কী হয়েছে খেলাতেই রয়েছেন মহেন্দ্র সিং ধোনি ৷ রাঁচিতে আয়োজিত এক টেনিস টুর্নামেন্টে ডাবলসে অংশ নিয়েছিলেন মাহি ৷ Photo- Instagram
advertisement
4/5
সেখানেই র‍্যাকেট হাতেও সেরা মহেন্দ্র সিং ধোনি ৷ স্থানীয় টেনিস খেলোয়াড় সুমিত কুমারকে সঙ্গে নিয়ে চ্যাম্পিয়নশিপ ম্যাচ জিতলেন ৷ খেলার ফল ৬-৩, ৬-৩ ৷ Photo Courtsey- CSK/ Twitter Handle
সেখানেই র‍্যাকেট হাতেও সেরা মহেন্দ্র সিং ধোনি ৷ স্থানীয় টেনিস খেলোয়াড় সুমিত কুমারকে সঙ্গে নিয়ে চ্যাম্পিয়নশিপ ম্যাচ জিতলেন ৷ খেলার ফল ৬-৩, ৬-৩ ৷ Photo Courtsey- CSK/ Twitter Handle
advertisement
5/5
ধোনির খুব কাছের এক বন্ধ‌ু জানিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি লাল বলের ক্রিকেট ছেড়ে দিয়েছিলেন অনেকটাই আগেই শুধু ২০১৯ বিশ্বকাপে খেলার মতো ফিটনেস রাখার জন্য ৷ তাই ক্রিকেটে না থাকলেও ফিট থাকছেন খেলাধুলোয় থেকে ৷ কারণ তিনি মাহি দ্য বস ৷ Photo- Instagram
ধোনির খুব কাছের এক বন্ধ‌ু জানিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি লাল বলের ক্রিকেট ছেড়ে দিয়েছিলেন অনেকটাই আগেই শুধু ২০১৯ বিশ্বকাপে খেলার মতো ফিটনেস রাখার জন্য ৷ তাই ক্রিকেটে না থাকলেও ফিট থাকছেন খেলাধুলোয় থেকে ৷ কারণ তিনি মাহি দ্য বস ৷ Photo- Instagram
advertisement
advertisement
advertisement