Coca Cola: রোনাল্ডোর অনেক আগেই এই ভারতীয় তারকা কোকা কোলার অফারে 'না' বলেছিলেন
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
সেই সময় ব্যাডমিন্টন জগতের তারকা গোপীচাঁদ বাবা-মার সঙ্গে থাকতেন ভাড়া বাড়িতে। তিনি চাইলে ওই প্রস্তাব গ্রহণ করে মোটা অঙ্কের অর্থ উপার্জন করতে পারতেন।
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো যেটা এখন করলেন তিনি সেটা করে ফেলেছেন ১৯ বছর আগে। ইউরো কাপে পর্তুগাল-হাঙ্গেরি ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে এসে টেবিলের উপর থেকে কোকা কোলার বোতল সরিয়ে রাখেন রোনাল্ডো। তিনি কোল্ড ড্রিঙ্কের বদলে জল পানের পরামর্শ দেন। তা নিয়ে হইচই পড়ে গিয়েছে। কিন্তু জানেন কী, ২০০২ সালে ভারতীয় ব্যাডমিন্টন তারকা পুল্লেলা গোপীচাঁদ কোকা কোলার প্রস্তাবে না বলেছিলেন!
advertisement
advertisement
২০০১ সালে অল ইংল্যান্ড চ্য়াম্পিয়নশিপে মেন্স সিঙ্গলসে খেতাব জিতেছিলেন। প্রকাশ পাড়ুকোনের পর তিনি দ্বিতীয় ভারতীয় ব্যাডমিন্টন তারকা হিসাবে এই খেতাব জিতেছিলেন। সেই সময় বিশ্বব্যপী গোপীচাঁদের নাম হয়েছিল। তাই কোকা কোলা তাঁকে বিজ্ঞাপনের মুখ করতে চেয়েছিল। কিন্তু সাইনা, সিন্ধুদের কোচ রাজি হননি। এমনকী গোপীকে সেই সংস্থা তাদের ব্র্যান্ড অ্যাম্বাসাডর করতে চেয়েছিল।
advertisement
সেই সময় ব্যাডমিন্টন জগতের তারকা গোপীচাঁদ বাবা-মার সঙ্গে থাকতেন ভাড়া বাড়িতে। তিনি চাইলে ওই প্রস্তাব গ্রহণ করে মোটা অঙ্কের অর্থ উপার্জন করতে পারতেন। কিন্তু তিনি সেটা করেননি। গোপী জানিয়েছিলেন, যে জিনিস শরীরের ক্ষতি করে তার বিজ্ঞাপনে তাঁকে দেখা যাবে না। তিনি বলেছিলেন, যে ড্রিঙ্ক আমি নিজে পান করি না সেটা বাচ্চাদের পান করার পরামর্শ কীভাবে দেব! গোপীচাঁদ কিন্তু পরবর্তীকালে দেশের অন্যতম সেরা ব্যাডমিন্টন কোচ হয়েছেন। অর্থ, যশ সবই উপার্জন করেছেন তিনি।
advertisement