Mirabai Chanu In Tokyo Olympics: 'খুব নার্ভাস ছিলাম, গোটা দেশ দেখছিল', রুপো জিতে বললেন মীরাবাঈ

Last Updated:
২১ বছর পর আবার অলিম্পিকে কোনও ভারতীয় ভারোত্তোলক আবার পদক জিতলেন। শুনুন মীরাবাঈ চানু কী বললেন...
1/5
২১ বছর পর আবার অলিম্পিকে কোনও ভারতীয় ভারোত্তোলক আবার পদক জিতলেন। ২০০০ সালে সিডনি অলিম্পিকে ব্রোঞ্জ পেয়েছিলেন কর্নম মালেশ্বরী। ২০২১ সালে টোকিও অলিম্পিকে রুপো জিতলেন মীরাবাঈ চানু।
২১ বছর পর আবার অলিম্পিকে কোনও ভারতীয় ভারোত্তোলক আবার পদক জিতলেন। ২০০০ সালে সিডনি অলিম্পিকে ব্রোঞ্জ পেয়েছিলেন কর্নম মালেশ্বরী। ২০২১ সালে টোকিও অলিম্পিকে রুপো জিতলেন মীরাবাঈ চানু।
advertisement
2/5
৪৯ কেজি বিভাগে রুপো জিতেছেন মণিপুরের নংপক কাকচিং গ্রামের মেয়ে মীরাবাঈ। ২০২০ কেজি ওজন তুলে অলিম্পিক নতুন রেকর্ড গড়েছেন তিনি।
৪৯ কেজি বিভাগে রুপো জিতেছেন মণিপুরের নংপক কাকচিং গ্রামের মেয়ে মীরাবাঈ। ২০২০ কেজি ওজন তুলে অলিম্পিক নতুন রেকর্ড গড়েছেন তিনি।
advertisement
3/5
এমন পারফরম্যান্সের পর মীরাবাঈ বললেন, আমি খুব নার্ভাস ছিলাম। গোটা দেশ আমার খেলা দেখছিল। এত প্রত্যাশা ছিল আমার উপর। আমি নিজেকে উজাড় করে দেব বলেই ঠিক করে রেখেছিলাম।
এমন পারফরম্যান্সের পর মীরাবাঈ বললেন, আমি খুব নার্ভাস ছিলাম। গোটা দেশ আমার খেলা দেখছিল। এত প্রত্যাশা ছিল আমার উপর। আমি নিজেকে উজাড় করে দেব বলেই ঠিক করে রেখেছিলাম।
advertisement
4/5
মীরাবাঈ আরও বললেন, সোনা জয়ের জন্য খুব চেষ্টা করেছি। কিন্তু হল না। ক্লিন অ্যান্ড জার্ক-এ অল্পের জন্য লক্ষ্যে পৌঁছতে পারলাম না। আক্ষেপ রয়েছে। তবে নিজের পারফরম্য়ান্সে আমি খুশি।
মীরাবাঈ আরও বললেন, সোনা জয়ের জন্য খুব চেষ্টা করেছি। কিন্তু হল না। ক্লিন অ্যান্ড জার্ক-এ অল্পের জন্য লক্ষ্যে পৌঁছতে পারলাম না। আক্ষেপ রয়েছে। তবে নিজের পারফরম্য়ান্সে আমি খুশি।
advertisement
5/5
মণিপুরের ভারোত্তোলক এখন গোটা দেশের চোখের মণি। মীরাবাঈ বলছিলেন, রিও অলিম্পিকের ব্যর্থতার পর খুব মনমরা হয়েছিলাম। তবে রিওর ব্যর্থতাই টোকিওর সাফল্যের কারণ। রিওয় ব্যর্থতার পর বুঝতে পেরেছিলাম আমাকে কী করতে হবে! কোন ভুলগুলো শোধরাতে হবে। নিজেকে নতুন করে গড়েছিলাম।
মণিপুরের ভারোত্তোলক এখন গোটা দেশের চোখের মণি। মীরাবাঈ বলছিলেন, রিও অলিম্পিকের ব্যর্থতার পর খুব মনমরা হয়েছিলাম। তবে রিওর ব্যর্থতাই টোকিওর সাফল্যের কারণ। রিওয় ব্যর্থতার পর বুঝতে পেরেছিলাম আমাকে কী করতে হবে! কোন ভুলগুলো শোধরাতে হবে। নিজেকে নতুন করে গড়েছিলাম।
advertisement
advertisement
advertisement