টোকিও অলিম্পিক শুরু হতে আর দিন পনেরো বাকি। ১২৬ জন ভারতীয় অ্যাথলিট এবার অলিম্পিকে নামবেন। কিন্তু তাঁদের মধ্যে পাঁচজনের সোনার পদক জেতার সম্ভাবনা সব থেকে বেশি। তাঁদের মধ্যে প্রথমেই বলতে হয় পিভি সিন্ধুর কথা। ২০১৬ রিও অলিম্পিকে স্পেনের ক্যারোলিন মারিনের কাছে ফাইনালে হেরে রূপো জিতেছিলেন তিনি।