Tokyo Olympics 2020: এই পাঁচজন এবার ভারতকে সোনার পদক জেতাতে পারেন

Last Updated:
এই পাঁচজনের উপরই গোটা দেশের ভরসা। ভারতকে সোনা জেতানোর ক্ষমতা আছে তাঁদের।
1/5
টোকিও অলিম্পিক শুরু হতে আর দিন পনেরো বাকি। ১২৬ জন ভারতীয় অ্যাথলিট এবার অলিম্পিকে নামবেন। কিন্তু তাঁদের মধ্যে পাঁচজনের সোনার পদক জেতার সম্ভাবনা সব থেকে বেশি। তাঁদের মধ্যে প্রথমেই বলতে হয় পিভি সিন্ধুর কথা। ২০১৬ রিও অলিম্পিকে স্পেনের ক্যারোলিন মারিনের কাছে ফাইনালে হেরে রূপো জিতেছিলেন তিনি।
টোকিও অলিম্পিক শুরু হতে আর দিন পনেরো বাকি। ১২৬ জন ভারতীয় অ্যাথলিট এবার অলিম্পিকে নামবেন। কিন্তু তাঁদের মধ্যে পাঁচজনের সোনার পদক জেতার সম্ভাবনা সব থেকে বেশি। তাঁদের মধ্যে প্রথমেই বলতে হয় পিভি সিন্ধুর কথা। ২০১৬ রিও অলিম্পিকে স্পেনের ক্যারোলিন মারিনের কাছে ফাইনালে হেরে রূপো জিতেছিলেন তিনি।
advertisement
2/5
নীরজ চোপড়া এবার সোনার পদক জয়ের অন্যতম দাবিদার। এর আগে এশিয়ান ও কমনওয়েলথ গেমসে সোনা জিতেছেন এই তারকা জ্যাভেলিন থ্রোয়ার।
নীরজ চোপড়া এবার সোনার পদক জয়ের অন্যতম দাবিদার। এর আগে এশিয়ান ও কমনওয়েলথ গেমসে সোনা জিতেছেন এই তারকা জ্যাভেলিন থ্রোয়ার।
advertisement
3/5
বিশ্বের দুনমব্র শুটার এখন তিনি। টোকিওতে পুরুষদের ১০ এমএম এয়ার পিস্তল ও মিক্সড এয়ার পিস্তল ইভেন্টে নামবেন সৌরভ চৌধরি।  সোনার পদক জয়ের ব্যাপারে এবার তিনি অন্যতম দাবিদার।
বিশ্বের দুনমব্র শুটার এখন তিনি। টোকিওতে পুরুষদের ১০ এমএম এয়ার পিস্তল ও মিক্সড এয়ার পিস্তল ইভেন্টে নামবেন সৌরভ চৌধরি। সোনার পদক জয়ের ব্যাপারে এবার তিনি অন্যতম দাবিদার।
advertisement
4/5
গত কয়েক বছর ধরে একটানা ভাল পারফর্ম করছেন বজরং পুনিয়া। তিনি এবার ৬৫ কেজি বিভাগে নামবেন। সোনা জয়ের ব্যাপারে তিনি অনেকটাই এগিয়ে।
গত কয়েক বছর ধরে একটানা ভাল পারফর্ম করছেন বজরং পুনিয়া। তিনি এবার ৬৫ কেজি বিভাগে নামবেন। সোনা জয়ের ব্যাপারে তিনি অনেকটাই এগিয়ে।
advertisement
5/5
৬ বারের বিশ্বচ্যাম্পিয়ন মেরি কম নামবেন ৫১ কেজি বিভাগে। ২০১২ অলিম্পিকে সোনা জিতেছিলেন এই ভারতীয় বক্সার। এবার তিনি সোনার পদকের লক্ষ্যে নামবেন।
৬ বারের বিশ্বচ্যাম্পিয়ন মেরি কম নামবেন ৫১ কেজি বিভাগে। ২০১২ অলিম্পিকে সোনা জিতেছিলেন এই ভারতীয় বক্সার। এবার তিনি সোনার পদকের লক্ষ্যে নামবেন।
advertisement
advertisement
advertisement