Tokyo Olympics 2020 Live Updates: টোকিও অলিম্পিকের প্রথম সোনা চিনের ঘরে, ১০ মিটার এয়ার রাইফেলে রেকর্ড ইয়াংয়ের

Last Updated:
Tokyo Olympic Live: চিনের শুটার কিয়ান ইয়াং (Yang Qian) টোকিও অলিম্পিকের প্রথম সোনা জিতলেন।
1/4
টোকিও অলিম্পিকের প্রথম সোনা চিনের ঘরে। মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলে সোনা জয় চিনের চিনের কিয়ান ইয়াংয়ের।
টোকিও অলিম্পিকের প্রথম সোনা চিনের ঘরে। মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলে সোনা জয় চিনের চিনের কিয়ান ইয়াংয়ের।
advertisement
2/4
১০ মিটার এয়ার রাইফেলের ফাইনালে ২৫১.৮ পয়েন্ট স্কোর করে সোনার পদক জিতলেন ইয়াং।
১০ মিটার এয়ার রাইফেলের ফাইনালে ২৫১.৮ পয়েন্ট স্কোর করে সোনার পদক জিতলেন ইয়াং।
advertisement
3/4
২৫১.৮ পয়েন্ট তুলে অলিম্পিকে রেকর্ড গড়ে ফেললেন চিনের এই শুটার।
২৫১.৮ পয়েন্ট তুলে অলিম্পিকে রেকর্ড গড়ে ফেললেন চিনের এই শুটার।
advertisement
4/4
২৫১.১ স্কোর করে রুপো জিতলেন রাশিয়ান অ্যানাস্তেসিয়া গালাসিনা। ২৩০.৬ পয়েন্ট নিয়ে ব্রোঞ্জ পেলেন সুইজারল্যান্ডের নিনা ক্রিশ্চেন।
২৫১.১ স্কোর করে রুপো জিতলেন রাশিয়ান অ্যানাস্তেসিয়া গালাসিনা। ২৩০.৬ পয়েন্ট নিয়ে ব্রোঞ্জ পেলেন সুইজারল্যান্ডের নিনা ক্রিশ্চেন।
advertisement
advertisement
advertisement