তিরন্দাজির বিশ্বকাপে ঐতিহাসিক সোনা, দু'বার বিশ্বজয়ের পর অভিষেক বর্মার মুখে আপ-এর প্রশংসা

Last Updated:
প্য়ারিসে অনুষ্ঠিত বিশ্বকাপে অভিষেকের পারফরম্যান্স ছিল চোখধাধানো।
1/5
এই নিয়ে দুবার বিশ্বজয়। মুখের কথা নয় কিন্তু। তিরন্দাজির বিশ্বকাপে ফের সোনা জিতলেন অভিষেক বর্মা। দেশকে গর্বিত করতে পেরে আপ্লুত অভিষেক।
এই নিয়ে দুবার বিশ্বজয়। মুখের কথা নয় কিন্তু। তিরন্দাজির বিশ্বকাপে ফের সোনা জিতলেন অভিষেক বর্মা। দেশকে গর্বিত করতে পেরে আপ্লুত অভিষেক।
advertisement
2/5
আর্চারি ওয়ার্ল্ড কাপ স্টেজ থ্রি-তে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রিস স্কাফকে শুট-অফে হারালেন তিনি। প্য়ারিসে অনুষ্ঠিত বিশ্বকাপে অভিষেকের পারফরম্যান্স ছিল চোখধাধানো।
আর্চারি ওয়ার্ল্ড কাপ স্টেজ থ্রি-তে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রিস স্কাফকে শুট-অফে হারালেন তিনি। প্য়ারিসে অনুষ্ঠিত বিশ্বকাপে অভিষেকের পারফরম্যান্স ছিল চোখধাধানো।
advertisement
3/5
অভিষেক এদিন বলেছেন, আমি যেমন সহায়তা চেয়েছিলাম তেমনই পেয়েছি। তাই এমন সাফল্য। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজু, সাই ইন্ডিয়াকে অনেক ধন্যবাদ। তিরন্দাজি অনুশীলনের উপযুক্ত পরিকাঠামো না পেলে এমন সাফল্য সম্ভব ছিল না।
অভিষেক এদিন বলেছেন, আমি যেমন সহায়তা চেয়েছিলাম তেমনই পেয়েছি। তাই এমন সাফল্য। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজু, সাই ইন্ডিয়াকে অনেক ধন্যবাদ। তিরন্দাজি অনুশীলনের উপযুক্ত পরিকাঠামো না পেলে এমন সাফল্য সম্ভব ছিল না।
advertisement
4/5
অভিষেক এদিন আরও বলেন, আম আদমি পার্টিকে ধন্যবাদ। মিশন এক্সিলেন্স স্কিম অন্য অনেক রাজ্য থেকে দিল্লিকে খেলাধূলায় অনেকটা এগিয়ে দিয়েছে। উপযুক্ত পরিকাঠামো না পেলে এমন সাফল্য অর্জন সম্ভব ছিল না।
অভিষেক এদিন আরও বলেন, আম আদমি পার্টিকে ধন্যবাদ। মিশন এক্সিলেন্স স্কিম অন্য অনেক রাজ্য থেকে দিল্লিকে খেলাধূলায় অনেকটা এগিয়ে দিয়েছে। উপযুক্ত পরিকাঠামো না পেলে এমন সাফল্য অর্জন সম্ভব ছিল না।
advertisement
5/5
গত সপ্তাহে ভারতীয় মহিলাদের তিরন্দাজি দল টোকিও অলিম্পিকের খেলার যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয়েছিল। সেই ঘায়ে কিছুটা হলেও প্রলেপ দিল অভিষেকের সোনা জয়। এদিন অভিষেক বারবার উল্লেখ করছিলেন, দিল্লিতে ক্রিকেট, ফুটবল ছাড়া অন্য খেলার জন্য উপযুক্ত পরিকাঠামো তৈরি হয়েছে। তাই দিল্লি থেকে আগামিদিনেও অনেক অ্যাথলিট আন্তর্জাতিক মঞ্চে পদক জিততে পারেন বলে দাবি অভিষেকের।
গত সপ্তাহে ভারতীয় মহিলাদের তিরন্দাজি দল টোকিও অলিম্পিকের খেলার যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয়েছিল। সেই ঘায়ে কিছুটা হলেও প্রলেপ দিল অভিষেকের সোনা জয়। এদিন অভিষেক বারবার উল্লেখ করছিলেন, দিল্লিতে ক্রিকেট, ফুটবল ছাড়া অন্য খেলার জন্য উপযুক্ত পরিকাঠামো তৈরি হয়েছে। তাই দিল্লি থেকে আগামিদিনেও অনেক অ্যাথলিট আন্তর্জাতিক মঞ্চে পদক জিততে পারেন বলে দাবি অভিষেকের।
advertisement
advertisement
advertisement