গোটা দেশে অনলাইন শপিং মুখ থুবড়ে পড়েছিল বিরাট কোহলির জন্য! চাঞ্চল্যকর রিপোর্ট

Last Updated:
Virat Kohli vs Pakistan: একা বিরাট কোহলি গোটা দেশের অনলাইন শপিং স্তব্ধ করে দিয়েছিলেন!
1/5
বিরাট কোহলির জন্য থমকে গিয়েছিল গোটা দেশের অনলাইন শপিং! ভাবতে পারেন, গত রোববার কীভাবে গোটা ভারত বিরাট কোহলিতে মেতে ছিল!
বিরাট কোহলির জন্য থমকে গিয়েছিল গোটা দেশের অনলাইন শপিং! ভাবতে পারেন, গত রোববার কীভাবে গোটা ভারত বিরাট কোহলিতে মেতে ছিল!
advertisement
2/5
 ম্যাক্স লাইফের চিফ ইনভেস্টমেন্ট অফিসার মিহির ভোরা একটি টুইট করে জানিয়েছেন, ভারত-পাক ম্যাচ ও সর্বোপরি বিরাট কোহলি ওরকম দুরন্ত ইনিংসের জন্য গত রোববার ভারতে অনলাইন শপিং তলানিতে ছিল।
ম্যাক্স লাইফের চিফ ইনভেস্টমেন্ট অফিসার মিহির ভোরা একটি টুইট করে জানিয়েছেন, ভারত-পাক ম্যাচ ও সর্বোপরি বিরাট কোহলি ওরকম দুরন্ত ইনিংসের জন্য গত রোববার ভারতে অনলাইন শপিং তলানিতে ছিল।
advertisement
3/5
চলতি টি-২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচে উত্তেজনা বাড়ার সঙ্গে সঙ্গে গোটা দেশে থমকে গিয়েছিল অনলাইন শপিং। ম্যাচ শেষ হওযার পর আবার অনলাইন শপিংয়ের পরিমাণ বাড়তে থাকে।
চলতি টি-২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচে উত্তেজনা বাড়ার সঙ্গে সঙ্গে গোটা দেশে থমকে গিয়েছিল অনলাইন শপিং। ম্যাচ শেষ হওযার পর আবার অনলাইন শপিংয়ের পরিমাণ বাড়তে থাকে।
advertisement
4/5
ভোরা জানিয়েছেন, রবিবার সকালে দিওয়ালির শপিং করছিলেন ভারতীয়রা। তবে দুপুর একটার পর থেকে অনলাইন শপিং একেবারে তলানিতে ছিল। বিরাট কোহলি যখন দুরন্ত ইনিংস খেলছিলেন, সেই সময়টাতে অনলাইন শপিং একেবারে মুখ থুবড়ে পড়েছিল।
ভোরা জানিয়েছেন, রবিবার সকালে দিওয়ালির শপিং করছিলেন ভারতীয়রা। তবে দুপুর একটার পর থেকে অনলাইন শপিং একেবারে তলানিতে ছিল। বিরাট কোহলি যখন দুরন্ত ইনিংস খেলছিলেন, সেই সময়টাতে অনলাইন শপিং একেবারে মুখ থুবড়ে পড়েছিল।
advertisement
5/5
৫৩ বলে ৮২ রান। বিরাট কোহলি কার্যত একার হাতেই হারিয়ে দেন পাকিস্তানকে। সেই ম্যাচ দেখতে গোটা দেশের নজর ছিল টিভির পর্দায়।
৫৩ বলে ৮২ রান। বিরাট কোহলি কার্যত একার হাতেই হারিয়ে দেন পাকিস্তানকে। সেই ম্যাচ দেখতে গোটা দেশের নজর ছিল টিভির পর্দায়।
advertisement
advertisement
advertisement