Neeraj Chopra: জ্যাভেলিনে সিংহাসন দখল করলেন নীরজ চোপড়া, নয়া ইতিহাস লিখলেন 'সোনার ছেলে'

Last Updated:
Neeraj Chopra: ফের ইতিহাস গড়লেন নীরজ চোপড়া। এমন নজির গড়লেন যা আগে করতে পারেননি কোনও ভারতীয়। জ্যাভলিন বিশ্ব র‍্যাঙ্কিংয়ে শীর্ষ স্থান দখল করলেন অলিম্পিক সোনা জয়ী নীরজ চোপড়া।
1/6
ফের ইতিহাস গড়লেন নীরজ চোপড়া। এমন নজির গড়লেন যা আগে করতে পারেননি কোনও ভারতীয়। জ্যাভলিন বিশ্ব র‍্যাঙ্কিংয়ে শীর্ষ স্থান দখল করলেন অলিম্পিক সোনা জয়ী নীরজ চোপড়া।
ফের ইতিহাস গড়লেন নীরজ চোপড়া। এমন নজির গড়লেন যা আগে করতে পারেননি কোনও ভারতীয়। জ্যাভলিন বিশ্ব র‍্যাঙ্কিংয়ে শীর্ষ স্থান দখল করলেন অলিম্পিক সোনা জয়ী নীরজ চোপড়া।
advertisement
2/6
সদ্য প্রকাশিত র‍্যাঙ্কিংয়ের ক্রম তালিকায় ১,২৫৫ পয়েন্ট নিয়ে এক নম্বরে রয়েছেন নীরজ চোপড়া। ১,৪৩৩ পয়েন্ট নিে দ্বিতীয় স্থানে গ্রানাডার অ্যান্ডারসন পিটার্স। ১,৪১৬ পয়েন্ট নিয়ে তৃতীয় চেক প্রজাতন্ত্র জাকুব ভাদলেখ।
সদ্য প্রকাশিত র‍্যাঙ্কিংয়ের ক্রম তালিকায় ১,২৫৫ পয়েন্ট নিয়ে এক নম্বরে রয়েছেন নীরজ চোপড়া। ১,৪৩৩ পয়েন্ট নিে দ্বিতীয় স্থানে গ্রানাডার অ্যান্ডারসন পিটার্স। ১,৪১৬ পয়েন্ট নিয়ে তৃতীয় চেক প্রজাতন্ত্র জাকুব ভাদলেখ।
advertisement
3/6
২০২১ সাবে টোকিও অলিম্পিক্সে জ্যাভেলিন থ্রোয়ে সোনা জেতার পর থেকেই ১৩০ কোটি দেশবাসীর নয়ণের মণি হয়ে উঠেছেন 'সোনার ছেলে' নীরজ। টোকিও অলিম্পিক্সে নীরজ জ্যাভেলিন ছুঁড়েছিলেন ৮৭.৫৮ মিটার।
২০২১ সাবে টোকিও অলিম্পিক্সে জ্যাভেলিন থ্রোয়ে সোনা জেতার পর থেকেই ১৩০ কোটি দেশবাসীর নয়ণের মণি হয়ে উঠেছেন 'সোনার ছেলে' নীরজ। টোকিও অলিম্পিক্সে নীরজ জ্যাভেলিন ছুঁড়েছিলেন ৮৭.৫৮ মিটার।
advertisement
4/6
অলিম্পিক গোল্ড জিতে আত্মতুষ্টিতে ভোগেননি নীরজ চোপড়া। দোহা ডায়মন্ড লিগে ৮৮.৬৭ মিটার জ্যাভেলিন ছুঁড়ে সোনা জয়। জুরিখে ডায়মন্ড লিগেও সোনা জেতেন নীরজ। ৮৯.৬৩ মিটার থ্রো করেছিলেন জুরিখে। এছাড়াও একাধিক নজির গড়েছেন নীরজ।
অলিম্পিক গোল্ড জিতে আত্মতুষ্টিতে ভোগেননি নীরজ চোপড়া। দোহা ডায়মন্ড লিগে ৮৮.৬৭ মিটার জ্যাভেলিন ছুঁড়ে সোনা জয়। জুরিখে ডায়মন্ড লিগেও সোনা জেতেন নীরজ। ৮৯.৬৩ মিটার থ্রো করেছিলেন জুরিখে। এছাড়াও একাধিক নজির গড়েছেন নীরজ।
advertisement
5/6
তবে দোহা ডায়মন্ড লিগ ও জুরিখ ডায়মন্ড লিগে নীরজ চোপড়ার সোনা জয়ই তাঁকে জ্যাভেলিন র‍্যাঙ্কিংয়ে শীর্ষ স্থান দখল করতে সাহায্য করে। তবে এখানেও থামতে রাজি নন নীরজ। ৯০ মিটারের বেশি জ্যাভেলিন ছোঁড়া ও আগামি বছর প্যারিস অলিম্পিক্সে সোনা জয় লক্ষ্য নীরজের।
তবে দোহা ডায়মন্ড লিগ ও জুরিখ ডায়মন্ড লিগে নীরজ চোপড়ার সোনা জয়ই তাঁকে জ্যাভেলিন র‍্যাঙ্কিংয়ে শীর্ষ স্থান দখল করতে সাহায্য করে। তবে এখানেও থামতে রাজি নন নীরজ। ৯০ মিটারের বেশি জ্যাভেলিন ছোঁড়া ও আগামি বছর প্যারিস অলিম্পিক্সে সোনা জয় লক্ষ্য নীরজের।
advertisement
6/6
আগামী ৪ জুন নেদারল্যান্ডসে ফ্যানি ব্ল্যাকার্স-কোয়েন গেমসে নামবেন। তারপর আগামী ১৩ জুন ফিনল্যান্ডের পাভো নুরমি গেমসে অংশগ্রহণ করবেন নীরজ। তার আগে জ্যাভেলিন সিংহাসন দখল করায় শুভেচ্ছার জোয়ারে ভাসছেন নীরজ চোপড়া।
আগামী ৪ জুন নেদারল্যান্ডসে ফ্যানি ব্ল্যাকার্স-কোয়েন গেমসে নামবেন। তারপর আগামী ১৩ জুন ফিনল্যান্ডের পাভো নুরমি গেমসে অংশগ্রহণ করবেন নীরজ। তার আগে জ্যাভেলিন সিংহাসন দখল করায় শুভেচ্ছার জোয়ারে ভাসছেন নীরজ চোপড়া।
advertisement
advertisement
advertisement