MS Dhoni New Look: বিশ্বকাপের আগে সব নজর কেড়ে নিলেন ধোনি, পুরনো লুকে ফিরলেন মাহি

Last Updated:
ODI World Cup 2023 MS Dhoni New Look hairstyle goes Viral ahead of ICC World Cup 2023: বিশ্বকাপের আগে বড় চমক দিলেন এমএস ধোনি। নতুন লুকে ধরা দিলেন প্রাক্তন বিশ্বজয়ী অধিনায়ক। ২০০৭ সাল ও তার পরবর্তী সময়ে বড় চুলের এমএস ধোনি সকলের মন জয় করে নিয়েছিলেন। ১৬ বছর পর ফের একবার ফিরলেন সেই পুরনো মাহি। যা দেখে এককথায় সকলেই হতবাক।
1/10
বিশ্বকাপের আগে বড় চমক দিলেন এমএস ধোনি। নতুন লুকে ধরা দিলেন প্রাক্তন বিশ্বজয়ী অধিনায়ক। (ছবি সৌ: আলি হাকিম ইনস্টাগ্রাম)
বিশ্বকাপের আগে বড় চমক দিলেন এমএস ধোনি। নতুন লুকে ধরা দিলেন প্রাক্তন বিশ্বজয়ী অধিনায়ক। (ছবি সৌ: আলি হাকিম ইনস্টাগ্রাম)
advertisement
2/10
২০০৭ সাল ও তার পরবর্তী সময়ে বড় চুলের এমএস ধোনি সকলের মন জয় করে নিয়েছিলেন। (ছবি সৌ: আলি হাকিম ইনস্টাগ্রাম)
২০০৭ সাল ও তার পরবর্তী সময়ে বড় চুলের এমএস ধোনি সকলের মন জয় করে নিয়েছিলেন। (ছবি সৌ: আলি হাকিম ইনস্টাগ্রাম)
advertisement
3/10
১৬ বছর পর ফের একবার ফিরলেন সেই পুরনো মাহি। যা দেখে এককথায় সকলেই হতবাক। (ছবি সৌ: আলি হাকিম ইনস্টাগ্রাম)
১৬ বছর পর ফের একবার ফিরলেন সেই পুরনো মাহি। যা দেখে এককথায় সকলেই হতবাক। (ছবি সৌ: আলি হাকিম ইনস্টাগ্রাম)
advertisement
4/10
ধোনির নতুন লুকের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতেই তা ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে। (ছবি সৌ: আলি হাকিম ইনস্টাগ্রাম)
ধোনির নতুন লুকের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতেই তা ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে। (ছবি সৌ: আলি হাকিম ইনস্টাগ্রাম)
advertisement
5/10
নতুন হেয়ার কাট, চুলের রংও নতুন, ট্রিম করা দাড়িতেও নতুন লুক। যা হার মানাবে হিরোদেরও। (ছবি সৌ: আলি হাকিম ইনস্টাগ্রাম)
নতুন হেয়ার কাট, চুলের রংও নতুন, ট্রিম করা দাড়িতেও নতুন লুক। যা হার মানাবে হিরোদেরও। (ছবি সৌ: আলি হাকিম ইনস্টাগ্রাম)
advertisement
6/10
এমএস ধোনিকে এই নতুন লুক বিখ্যাত হেয়ার স্টাইলিস্ট ও মেকওভার আর্টিস্ট আলিম হাকিম। (ছবি সৌ: আলি হাকিম ইনস্টাগ্রাম)
এমএস ধোনিকে এই নতুন লুক বিখ্যাত হেয়ার স্টাইলিস্ট ও মেকওভার আর্টিস্ট আলিম হাকিম। (ছবি সৌ: আলি হাকিম ইনস্টাগ্রাম)
advertisement
7/10
ইন্সটাগ্রাম পোস্ট আলি হাকিম বলেন, ‘আমি মাহি ভাইয়ের লম্বা চুলের দীর্ঘদিনের ফ্যান। আমরা দু’জনেই সিদ্ধান্ত নিয়েছি চুল নিয়ে নতুন কিছু করতে।' (ছবি সৌ: আলি হাকিম ইনস্টাগ্রাম)
ইন্সটাগ্রাম পোস্ট আলি হাকিম বলেন, ‘আমি মাহি ভাইয়ের লম্বা চুলের দীর্ঘদিনের ফ্যান। আমরা দু’জনেই সিদ্ধান্ত নিয়েছি চুল নিয়ে নতুন কিছু করতে।' (ছবি সৌ: আলি হাকিম ইনস্টাগ্রাম)
advertisement
8/10
এছাড়াও আল হাকিম পোস্টে লেখেন,'আমি মাহি ভাইয়ের চুলটা নতুনভাবে তৈরি করাটাকে উপভোগ করেছি।' (ছবি সৌ: আলি হাকিম ইনস্টাগ্রাম)
এছাড়াও আল হাকিম পোস্টে লেখেন,'আমি মাহি ভাইয়ের চুলটা নতুনভাবে তৈরি করাটাকে উপভোগ করেছি।' (ছবি সৌ: আলি হাকিম ইনস্টাগ্রাম)
advertisement
9/10
৫ তারিখ থেকে শুরু হতে চলেছে ওডিআই বিশ্বকাপ ২০২৩। তার আগে ধোনি সব নজর কেড়ে নিলেন বলাই যায়। (ছবি সৌ: আলি হাকিম ইনস্টাগ্রাম)
৫ তারিখ থেকে শুরু হতে চলেছে ওডিআই বিশ্বকাপ ২০২৩। তার আগে ধোনি সব নজর কেড়ে নিলেন বলাই যায়। (ছবি সৌ: আলি হাকিম ইনস্টাগ্রাম)
advertisement
10/10
ধোনির এই নতুন লুক এখন নেট দুনিয়ায় ভাইরাল। লাইক ও কমেন্টের বন্যায় ভেসে গিয়েছে ধোনির মেকওভার। (ছবি সৌ: আলি হাকিম ইনস্টাগ্রাম)
ধোনির এই নতুন লুক এখন নেট দুনিয়ায় ভাইরাল। লাইক ও কমেন্টের বন্যায় ভেসে গিয়েছে ধোনির মেকওভার। (ছবি সৌ: আলি হাকিম ইনস্টাগ্রাম)
advertisement
advertisement
advertisement