Novak Djokovic: ২১-এর বদলা ২৩-এ, মেদভেদেভকে হারিয়ে ইউএস ওপেন জয়, জোকোভিচের ঝুলিতে ২৪-তম গ্র্যান্ড স্ল্যাম

Last Updated:
Novak Djokovic: ২০২১ সলের ইউএস ওপেনের ফাইনালে ড্যানিল মেদফভেদেভের কাছে হারতে হয়েছি্ল নোভাক জোকোভিচকে। ২০২৩ সালের ফাইনালে সেই বদলা নিলেন সার্বিয়ান সিংহ। ইউএস ওপেন ২০২৩-এর ফাইনালে দুই টেনিস মহাতারকার হাড্ডাহাড্ডি লড়াই হলেও শেষ পর্যন্ত স্ট্রেট সেটেই জিতলেন জোকার। খেলার ফল ৬-৩, ৭-৬ (৭-৫), ৬-৩ ।
1/6
২০২১ সলের ইউএস ওপেনের ফাইনালে ড্যানিল মেদফভেদেভের কাছে হারতে হয়েছি্ল নোভাক জোকোভিচকে। ২০২৩ সালের ফাইনালে সেই বদলা নিলেন সার্বিয়ান সিংহ।
২০২১ সলের ইউএস ওপেনের ফাইনালে ড্যানিল মেদফভেদেভের কাছে হারতে হয়েছি্ল নোভাক জোকোভিচকে। ২০২৩ সালের ফাইনালে সেই বদলা নিলেন সার্বিয়ান সিংহ।
advertisement
2/6
ইউএস ওপেন ২০২৩-এর ফাইনালে দুই টেনিস মহাতারকার হাড্ডাহাড্ডি লড়াই হলেও শেষ পর্যন্ত স্ট্রেট সেটেই জিতলেন জোকার। খেলার ফল ৬-৩, ৭-৬ (৭-৫), ৬-৩ ।
ইউএস ওপেন ২০২৩-এর ফাইনালে দুই টেনিস মহাতারকার হাড্ডাহাড্ডি লড়াই হলেও শেষ পর্যন্ত স্ট্রেট সেটেই জিতলেন জোকার। খেলার ফল ৬-৩, ৭-৬ (৭-৫), ৬-৩ ।
advertisement
3/6
এই জয়ের ফলে বছরের শেষ গ্র্যান্ডস্ল্যাম নিজের নামে করলেন জোকোভিচ। একইসঙ্গে নিজের কেরিয়ারের ২৪-তম গ্র্যান্ডস্ল্যাম জিতে নিলেন টেনিসের সর্বকালের অন্যতম সেরা এই প্লেয়ার।
এই জয়ের ফলে বছরের শেষ গ্র্যান্ডস্ল্যাম নিজের নামে করলেন জোকোভিচ। একইসঙ্গে নিজের কেরিয়ারের ২৪-তম গ্র্যান্ডস্ল্যাম জিতে নিলেন টেনিসের সর্বকালের অন্যতম সেরা এই প্লেয়ার।
advertisement
4/6
জোকোভিচ ফাইনাল খেলতে নেমেছিলেন জুতোয় ২৩ নম্বর লিখে। আর ফাইনাল জিতে জোকোভিচ পরলেন পিঠে ২৪ লেখা একটি টিশার্ট। ট্রফি জয়ের পর আবেগ ধরে রাখতে পারেননি জোকার।
জোকোভিচ ফাইনাল খেলতে নেমেছিলেন জুতোয় ২৩ নম্বর লিখে। আর ফাইনাল জিতে জোকোভিচ পরলেন পিঠে ২৪ লেখা একটি টিশার্ট। ট্রফি জয়ের পর আবেগ ধরে রাখতে পারেননি জোকার।
advertisement
5/6
কেরিয়ারের ২৪ তম গ্র্যান্ডস্ল্যাম জিতে লেজেন্ড মার্গারেট কোর্টের সঙ্গে একই আসনে বসলেন নোভাক জোকোভিচ। একইসঙ্গে চতুর্থ ইউএস ওপেন জিতে ছাপিয়ে গেলেন সেরেনা উইলিয়ামসকেও।
কেরিয়ারের ২৪ তম গ্র্যান্ডস্ল্যাম জিতে লেজেন্ড মার্গারেট কোর্টের সঙ্গে একই আসনে বসলেন নোভাক জোকোভিচ। একইসঙ্গে চতুর্থ ইউএস ওপেন জিতে ছাপিয়ে গেলেন সেরেনা উইলিয়ামসকেও।
advertisement
6/6
জয়ের পর জোকার বলেন,"টেনিসে ইতিহাস গড়ে ভাল লাগছে। এই মুহূর্তটা আমার কাছে খুবই স্পেশাল। ৭ বছর বয়স থেকে ভাবতাম বিশ্বের সেরা খেলোয়ার হব। আর আজ ২৪ তম গ্র্যান্ড স্ল্যাম নিয়ে কথা বলব তা কখনও ভাবতেও পারিনি। সকলকে ধন্যবাদ।"
জয়ের পর জোকার বলেন,"টেনিসে ইতিহাস গড়ে ভাল লাগছে। এই মুহূর্তটা আমার কাছে খুবই স্পেশাল। ৭ বছর বয়স থেকে ভাবতাম বিশ্বের সেরা খেলোয়ার হব। আর আজ ২৪ তম গ্র্যান্ড স্ল্যাম নিয়ে কথা বলব তা কখনও ভাবতেও পারিনি। সকলকে ধন্যবাদ।"
advertisement
advertisement
advertisement