New Zealand vs Afghanistan: কোহলিদের ভরসা জোগালেন নাজিবুল্লাহ, ৪৮ বলে ৭৩ করে টানলেন আফগানিস্তানকে

Last Updated:
New Zealand vs Afghanistan: নিউ জিল্যান্ডের পেসারদের চোখে চোখ রেখে খেললেন আফগানিস্তানের জাদরান।
1/5
নিউ জিল্যান্ডের মতো কঠিন প্রতিপক্ষ সামনে। এমন ম্যাচে ভয়ডরহীন ক্রিকেট খেলাটাই সব থেকে বড় চ্যালেঞ্জ ছিল আফগানদের সামনে। নাজিবুল্লাহ জাদরান কিন্তু কিউয়ি পেসারদের চোখে চোখ রেখে খেললেন।
নিউ জিল্যান্ডের মতো কঠিন প্রতিপক্ষ সামনে। এমন ম্যাচে ভয়ডরহীন ক্রিকেট খেলাটাই সব থেকে বড় চ্যালেঞ্জ ছিল আফগানদের সামনে। নাজিবুল্লাহ জাদরান কিন্তু কিউয়ি পেসারদের চোখে চোখ রেখে খেললেন।
advertisement
2/5
বোল্ট, সাউদি, মিলনেদের সামনে ধসে যায় আফগানিস্তানের টপ অর্ডার। শেষ পর্যন্ত পাঁচ নম্বরে নেমে হাল ধরলেন জাদরান। তিনি না থাকলে এদিন আফগানিস্তান কম রানে আটকে যেতে পারত।
বোল্ট, সাউদি, মিলনেদের সামনে ধসে যায় আফগানিস্তানের টপ অর্ডার। শেষ পর্যন্ত পাঁচ নম্বরে নেমে হাল ধরলেন জাদরান। তিনি না থাকলে এদিন আফগানিস্তান কম রানে আটকে যেতে পারত।
advertisement
3/5
এই ম্যাচে আফগানিস্তান হেরে গেলে ভারতের টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে খেলার আর কোনও আশা থাকবে না। তবে ভারতীয় সমর্থক ও কোহলিদের ভরসা দিয়ে গেলেন নাজিবুল্লাহ জাদরান। মাত্র ৩৩ বলে তিনি হাফ সেঞ্চুরি করলেন।
এই ম্যাচে আফগানিস্তান হেরে গেলে ভারতের টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে খেলার আর কোনও আশা থাকবে না। তবে ভারতীয় সমর্থক ও কোহলিদের ভরসা দিয়ে গেলেন নাজিবুল্লাহ জাদরান। মাত্র ৩৩ বলে তিনি হাফ সেঞ্চুরি করলেন।
advertisement
4/5
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪৩ বলে ৬৩ রান করে খেলছেন জাদরান। শক্ত হাতে খেলছেন নিউ জিল্যান্ডের বোলারদের।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪৩ বলে ৬৩ রান করে খেলছেন জাদরান। শক্ত হাতে খেলছেন নিউ জিল্যান্ডের বোলারদের।
advertisement
5/5
শুরুতে আফগানিস্তান তিনটি উইকেট হারিয়ে ধুঁকছিল। জাদরান নামার পর যেন আফগানদের শরীরী ভাষাটাই বদলে গেল। বুকের পাটা দেখালেন জাদরান।
শুরুতে আফগানিস্তান তিনটি উইকেট হারিয়ে ধুঁকছিল। জাদরান নামার পর যেন আফগানদের শরীরী ভাষাটাই বদলে গেল। বুকের পাটা দেখালেন জাদরান।
advertisement
advertisement
advertisement