হার্দিক পান্ডিয়াকে নিয়ে বিরাট দাবি নাতাশার, ডিভোর্স-এর 'আসল কারণ' সামনে, সে কী কাণ্ড!

Last Updated:
Hardik Pandya- এক আরেকজনের বিরুদ্ধে একের পর এক অভিযোগ করে চলেছেন। হার্দিক নাকি খারাপ সময়েও পাশে পাননি নাতাশাকে, তার পরেই দু’জনের সম্পর্কে দূরত্ব তৈরি হয়। এবার আবার নাতাশা নতুন করে হার্দিককে নিয়ে অভিযোগ করেছেন।
1/6
এক আরেকজনের বিরুদ্ধে একের পর এক অভিযোগ করে চলেছেন। হার্দিক নাকি খারাপ সময়েও পাশে পাননি নাতাশাকে, তার পরেই দু’জনের সম্পর্কে দূরত্ব তৈরি হয়। এবার আবার নাতাশা নতুন করে হার্দিককে নিয়ে অভিযোগ করেছেন।
এক আরেকজনের বিরুদ্ধে একের পর এক অভিযোগ করে চলেছেন। হার্দিক নাকি খারাপ সময়েও পাশে পাননি নাতাশাকে, তার পরেই দু’জনের সম্পর্কে দূরত্ব তৈরি হয়। এবার আবার নাতাশা নতুন করে হার্দিককে নিয়ে অভিযোগ করেছেন।
advertisement
2/6
ছিল সুখের সংসার। তবে সেই সংসার ভেঙেছে। হার্দিকের ব্যাপারে এবার বড়সড় ইঙ্গিত করেছেন তাঁর প্রাক্তন স্ত্রী নাতাশা।
ছিল সুখের সংসার। তবে সেই সংসার ভেঙেছে। হার্দিকের ব্যাপারে এবার বড়সড় ইঙ্গিত করেছেন তাঁর প্রাক্তন স্ত্রী নাতাশা।
advertisement
3/6
নাতাশা প্রতারণা এবং মানসিক নির্যাতনের বিষয়ে একটি রিলে লাইক করেছেন। সেই রিল যিনি করেছেন তিনি আবার সেগুলো শেয়ার করেছেন।
নাতাশা প্রতারণা এবং মানসিক নির্যাতনের বিষয়ে একটি রিলে লাইক করেছেন। সেই রিল যিনি করেছেন তিনি আবার সেগুলো শেয়ার করেছেন।
advertisement
4/6
রিলের ক্যাপশনে লেখা ছিল, 'সে পুরুষ নিজের স্ত্রীকে ছাড়া বাকি মেয়েদের বিনোদনের কারণ হয়ে ওঠেন, স্ত্রীর সঙ্গে প্রতারণা করতেও দু'বার ভাবে না, তাঁর সঙ্গে কোনও মহিলারই সারাজীবন থাকার কথা নয়।'
রিলের ক্যাপশনে লেখা ছিল, 'সে পুরুষ নিজের স্ত্রীকে ছাড়া বাকি মেয়েদের বিনোদনের কারণ হয়ে ওঠেন, স্ত্রীর সঙ্গে প্রতারণা করতেও দু'বার ভাবে না, তাঁর সঙ্গে কোনও মহিলারই সারাজীবন থাকার কথা নয়।'
advertisement
5/6
অন্য একটি রিলের ক্যাপশন- 'একজন প্রতারকের গুণাবলী এগুলি- আপনি তাঁকে বিশ্বাস করেন কিন্তু সে আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে। চোখ খোলা রাখুন, তবেই সেই প্রতারকদের সমস্ত জারিজুরি ধরতে পারবেন।
অন্য একটি রিলের ক্যাপশন- 'একজন প্রতারকের গুণাবলী এগুলি- আপনি তাঁকে বিশ্বাস করেন কিন্তু সে আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে। চোখ খোলা রাখুন, তবেই সেই প্রতারকদের সমস্ত জারিজুরি ধরতে পারবেন।
advertisement
6/6
নাতাশা আপাতত সার্বিয়ায় ফিরে গিয়েছেন। ছেলে তাঁর সঙ্গেই রয়েছেন। এরই মধ্যে বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডের সঙ্গে হার্দিকের ঘনিষ্ঠতার খবরও জানা যায়।
নাতাশা আপাতত সার্বিয়ায় ফিরে গিয়েছেন। ছেলে তাঁর সঙ্গেই রয়েছেন। এরই মধ্যে বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডের সঙ্গে হার্দিকের ঘনিষ্ঠতার খবরও জানা যায়।
advertisement
advertisement
advertisement