Hardik Pandya: আদুরে নামে বরকে ডাকেন পান্ডিয়ার সুন্দরী স্ত্রী! জানেন, কী সেই নাম?

Last Updated:
Natasa Stankovic: ভালবেসে বরকে কী নামে ডাকেন পান্ডিয়ার সুন্দরী স্ত্রী নাতাশা!
1/5
প্রথমবার ক্যাপ্টেন। আর প্রথমবারেই বাজিমাত। ভারতীয় ক্রিকেটে এখন হার্দিক পান্ডিয়াকে নিয়ে দিন-রাত চর্চা চলছে।
প্রথমবার ক্যাপ্টেন। আর প্রথমবারেই বাজিমাত। ভারতীয় ক্রিকেটে এখন হার্দিক পান্ডিয়াকে নিয়ে দিন-রাত চর্চা চলছে।
advertisement
2/5
গুজরাট টাইটান্সকে প্রথমবারেই আইপিএল চ্যাম্পিয়ন করেছেন ক্যাপ্টেন পান্ডিয়া। ২০ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্বে শীর্ষে ছিল গুজরাট।
গুজরাট টাইটান্সকে প্রথমবারেই আইপিএল চ্যাম্পিয়ন করেছেন ক্যাপ্টেন পান্ডিয়া। ২০ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্বে শীর্ষে ছিল গুজরাট।
advertisement
3/5
পান্ডিয়ার জন্য গর্বিত তাঁর স্ত্রী। আর খুশির আবহে তিনি জানিয়ে দিলেন, বরকে কোন ডাকনামে তিনি ডাকেন!
পান্ডিয়ার জন্য গর্বিত তাঁর স্ত্রী। আর খুশির আবহে তিনি জানিয়ে দিলেন, বরকে কোন ডাকনামে তিনি ডাকেন!
advertisement
4/5
গুজরাট আইপিএল খেতাব জেতার পর নাতাশা স্ট্যানকোভিচ লিখেছেন, আমার কুংফু পান্ডিয়াকে কেউ হালকাভাবে নিও না। বরকে ভালবেসে কুংফু পান্ডা বলে ডাকেন তিনি।
গুজরাট আইপিএল খেতাব জেতার পর নাতাশা স্ট্যানকোভিচ লিখেছেন, আমার কুংফু পান্ডিয়াকে কেউ হালকাভাবে নিও না। বরকে ভালবেসে কুংফু পান্ডা বলে ডাকেন তিনি।
advertisement
5/5
গোটা আইপিএলে পাশে থেকে পান্ডিয়াকে সমর্থন করেছেন নাতাশা। এমনকী ছোট্ট ছেলে অগস্ত্যও ছিল বাবার পাশে।
গোটা আইপিএলে পাশে থেকে পান্ডিয়াকে সমর্থন করেছেন নাতাশা। এমনকী ছোট্ট ছেলে অগস্ত্যও ছিল বাবার পাশে।
advertisement
advertisement
advertisement