হোম » ছবি » খেলা » 'সূর্যবংশী' সিনেমায় মহেন্দ্র সিং ধোনি! এবার কি তা হলে বলিউডে পা রাখলেন এমএস?
MS Dhoni In Sooryavanshi: 'সূর্যবংশী' সিনেমায় মহেন্দ্র সিং ধোনি! এবার কি তা হলে বলিউডে পা রাখলেন এমএস?
Bangla Digital Desk
1/ 5
এক অঙ্গে কত রূপ। তিনি কখন কী করেন, কেউ জানে না। কেউ আন্দাজও করতে পারেন না। তিনি এমন মানুষ যে নিজের বিয়ের খবরও লুকিয়ে রাখতে পারেন। আবার হঠাত করে জানিয়ে দিতে পারেন, এবার অবসর নিচ্ছেন। এম এস ধোনিকে নিয়ে বিস্ময়ের শেষ নেই।
2/ 5
জাতীয় দলের হয়ে এখন আর তিনি খেলেন না। টি-২০ বিশ্বকাপের জন্য ভারতীয় দলের মেন্টর হিসাবে দায়িত্ব পালন করছেন। তবে এরই মধ্যে খবর রটেছে, এম এস ধোনিকে নাকি অক্ষয় কুমারের সিনেমা সূর্যবংশী-তে দেখা যাবে।
3/ 5
ধোনির বায়োপিক হয়েছে। সেই সিনেমায় অবশ্য ধোনি নিজে অভিনয় করেননি। করেছিলেন সুশান্ত সিং রাজপুত। বক্স অফিসে সুপারহিট ছিল সেই সিনেমা। কিন্তু এবার কি ধোনি নিজেই বলিউডে পা রাখবেন!
4/ 5
মেন্টর হিসাবে ভারতীয় দলের সঙ্গে যুক্ত হওয়ার পর ধোনির সময়টা ভাল যাচ্ছে না। এবার টি-২০ বিশ্বকাপে কোহলির দলের পারফরম্যান্স নিয়ে সমালোচনা শুরু হয়েছে। তবে এরই মধ্যে ধোনির সিনেমায় অভিনয়ের গুঞ্জনও রয়েছে।
5/ 5
আসলে বলিউড অভিনেতা গুলশন গ্রোভারের একটি ছবি নিয়ে যত জল্পনা! তিনি সূর্যবংশী-র সেটে ধোনির সঙ্গে একটি ছবি পোস্ট করেছিলেন। তার পর থেকেই গুঞ্জন শুরু। গুলশন গ্রোভার নিজেও অবশ্য ধোনির অভিনয় নিয়ে ধাঁধা রেখেছেন। ফলে জল্পনা আরও বাড়ছে।