'সবুজ তোতা'র জন্মদিন আজ ডার্বির দিনে! বড় গিফট দিতে চাইছে মোহনবাগান

Last Updated:
jose ramirez baretto birthday: আজ সবুজ তোতার জন্মদিন। মোহনবাগান অন্ত প্রাণ ব্যারেটোকে বড় উপহার দিতে চায় সবুজ-মেরুন।
1/6
আজ সবুজ- তোতার জন্মদিন। আর এমন স্পেশাল দিনেই কি না কলকাতা ডার্বি! আরও একবার বড় মঞ্চে মুখোমুখি ইস্টবেঙ্গল-মোহনবাগান।
আজ সবুজ- তোতার জন্মদিন। আর এমন স্পেশাল দিনেই কি না কলকাতা ডার্বি! আরও একবার বড় মঞ্চে মুখোমুখি ইস্টবেঙ্গল-মোহনবাগান।
advertisement
2/6
সবুজ তোতা কে, তা আর বাংলার ফুটবলপ্রেমীদের বলে দিতে হয় না। হোসে রামিরেজ ব্যারেটোকে চেনেন না এমন ফুটবলপ্রেমী খুঁজে পাওয়া মুশকিল।
সবুজ তোতা কে, তা আর বাংলার ফুটবলপ্রেমীদের বলে দিতে হয় না। হোসে রামিরেজ ব্যারেটোকে চেনেন না এমন ফুটবলপ্রেমী খুঁজে পাওয়া মুশকিল।
advertisement
3/6
১৭তম ডুরান্ড কাপ ঘরে তুলতে মাঠে নেমেছে মোহনবাগান। তবে আজ তাদের আরও একটি উদ্দেশ্য রয়েছে। ডার্বি ও ডুরান্ড কাপ জিতে ব্যারেটো কে বড় গিফট দিতে চাইছে সবুজ-মেরুন।
১৭তম ডুরান্ড কাপ ঘরে তুলতে মাঠে নেমেছে মোহনবাগান। তবে আজ তাদের আরও একটি উদ্দেশ্য রয়েছে। ডার্বি ও ডুরান্ড কাপ জিতে ব্যারেটো কে বড় গিফট দিতে চাইছে সবুজ-মেরুন।
advertisement
4/6
মোহনবাগানে খেলে যাওয়া অন্যতম সেরা বিদেশি তিনি। ব্যারেটো মোহনবাগান অন্ত প্রাণ। ডার্বিতেও ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ব্যারেটোই সবথেকে বেশি গোল করেছেন।
মোহনবাগানে খেলে যাওয়া অন্যতম সেরা বিদেশি তিনি। ব্যারেটো মোহনবাগান অন্ত প্রাণ। ডার্বিতেও ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ব্যারেটোই সবথেকে বেশি গোল করেছেন।
advertisement
5/6
মোহনবাগানের জার্সিতে বহু যুদ্ধের নায়ক তিনি। বহু স্পেশাল মুহূর্তের সাক্ষী তিনি। সেই ব্যারেটোকেও আজ বড় উপহার দিতে চাইছে মোহনবাগান।
মোহনবাগানের জার্সিতে বহু যুদ্ধের নায়ক তিনি। বহু স্পেশাল মুহূর্তের সাক্ষী তিনি। সেই ব্যারেটোকেও আজ বড় উপহার দিতে চাইছে মোহনবাগান।
advertisement
6/6
ডুরান্ড ফাইনালের প্রথমার্ধ শেষ। ম্যাচ আপাতত গোলশূন্য। তবে দুই দলই মরিয়া লড়াই চালাচ্ছে। দুই দলের সামনেই ১৭ নম্বর ডুরান্ড কাপ ঘরে তোলার সুযোগ।
ডুরান্ড ফাইনালের প্রথমার্ধ শেষ। ম্যাচ আপাতত গোলশূন্য। তবে দুই দলই মরিয়া লড়াই চালাচ্ছে। দুই দলের সামনেই ১৭ নম্বর ডুরান্ড কাপ ঘরে তোলার সুযোগ।
advertisement
advertisement
advertisement