Mohun Bagan: মোহনবাগানের নতুন স্ট্রাইকার সাদিকু দাপিয়ে খেলেছেন স্পেন এবং পোল্যান্ডে, ছবি দেখুন

Last Updated:
সাদিকু জানিয়েছেন এই মুহূর্তে স্পেনে মানুষ ভারতীয় ফুটবল সম্পর্কে খোঁজ খবর রাখেন গত চার-পাঁচ বছর ধরে
1/5
আলবেনিয়ার এই ফুটবলার ইউরো কাপে রোমানিয়ার বিরুদ্ধে গোল করে জয় এনে দিয়েছিলেন দেশকে। লা লিগার দ্বিতীয় ডিভিশনের ক্লাব কর্তাহেনার এই ফুটবলারের সঙ্গে দু'বছরের চুক্তি হল বাগানের
আলবেনিয়ার এই ফুটবলার ইউরো কাপে রোমানিয়ার বিরুদ্ধে গোল করে জয় এনে দিয়েছিলেন দেশকে। লা লিগার দ্বিতীয় ডিভিশনের ক্লাব কর্তাহেনার এই ফুটবলারের সঙ্গে দু'বছরের চুক্তি হল বাগানের
advertisement
2/5
লেভান্তে এবং মালাগার জার্সিতে খেলেছেন তিনি। এছাড়া পোল্যান্ড, বলিভিয়া এবং তুরস্কে খেলেছেন সাদিকু
লেভান্তে এবং মালাগার জার্সিতে খেলেছেন তিনি। এছাড়া পোল্যান্ড, বলিভিয়া এবং তুরস্কে খেলেছেন সাদিকু
advertisement
3/5
ঠান্ডা মাথায় বক্সের মধ্যে বল ফিনিশ করতে পারেন পাঁচ ফুট ১১ ইঞ্চির এই স্ট্রাইকার। বক্সের ভেতর ডিফেন্ডারদের চাপে রাখতে পারেন।
ঠান্ডা মাথায় বক্সের মধ্যে বল ফিনিশ করতে পারেন পাঁচ ফুট ১১ ইঞ্চির এই স্ট্রাইকার। বক্সের ভেতর ডিফেন্ডারদের চাপে রাখতে পারেন।
advertisement
4/5
তিনি যখন মোহনবাগানের থেকে ভারতের খেলার প্রস্তাব পান তখন এক সপ্তাহের মধ্যেই জানিয়ে দেন তিনি প্রস্তুত কলকাতায় আসতে
তিনি যখন মোহনবাগানের থেকে ভারতের খেলার প্রস্তাব পান তখন এক সপ্তাহের মধ্যেই জানিয়ে দেন তিনি প্রস্তুত কলকাতায় আসতে
advertisement
5/5
সাদিকু মনে করেন পেশাদার ফুটবলার হিসেবে ভারতে তিনি মানিয়ে নিতে পারবেন তাড়াতাড়ি। কোচ তাকে সমর্থন করলে এবং সতীর্থরা সাহায্য করলে আবার ভারত এবং এশিয়ার সেরা হওয়া সম্ভব
সাদিকু মনে করেন পেশাদার ফুটবলার হিসেবে ভারতে তিনি মানিয়ে নিতে পারবেন তাড়াতাড়ি। কোচ তাকে সমর্থন করলে এবং সতীর্থরা সাহায্য করলে আবার ভারত এবং এশিয়ার সেরা হওয়া সম্ভব
advertisement
advertisement
advertisement