Mohammed Shami on Biriyani: লাজুক, মুখচোরা নন, বোলিংয়ের মতো কথাতেও নিন্দুকদের মুখে সেলোটেপ লাগিয়ে দিচ্ছেন, সপাট উত্তর ‘‘আমি বিরিয়ানি-কাবাব খাই...’’
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Mohammed Shami on Biriyani: নিজের বিরিয়ানি প্রেমের পাশাপাশি তাঁর পছন্দের অধিনায়ক কে প্রশ্নের উত্তরেও নিজের মত পরিষ্কার প্রকাশ করে দেন৷
Mohammed Shami on Biriyani: ক্রিকেটার বা ক্রীড়া দুনিয়ার মানুষকে অনেক নিয়ন্ত্রিত জীবনযাপন করতে হয় বলে প্রচলিত একটা মত রয়েছে৷ কিন্তু এর মধ্যেও ছক ভাঙা কিছু মানুষ থাকেন যাঁরা রুটিনে বরাদ্দ খাবারের বদলে পছন্দের খাবার খান বিন্দাসে৷ তাঁর জন্যে তাঁদের শরীরি কসরত কিছুটা বেশিই করতে হয়৷ কিন্তু তাও তাঁরা সেই খাওয়ার প্রতি আকর্ষণ দূর করতে পারেন না৷ এই তালিকায় রয়েছে ভারতের তারকা বোলার মহম্মদ শামির নাম৷
advertisement
তিনি বিরিয়ানি খেতে ভীষণ ভালবাসেন৷ কিন্তু তাঁর সেই খাওয়া নিয়ে নিন্দুকরা প্রবল কটাক্ষও করেন৷ একটা সময়ে মহম্মদ শামি মনে ইচ্ছা হলেই বিরিয়ানি খেয়ে নিতেন৷ কিন্তু চোট সারিয়ে মাঠে ফিরে আসার পর তিনি ফিটনেস ট্রেনিংয়ে মন প্রাণ ঢেলে দিয়েছেন৷ কিন্তু বিরিয়ানি প্রেম যে যায়নি তা নিউজ ১৮ কে দেওয়া সাক্ষাৎকারে ফের পরিষ্কার করে দিলেন বঙ্গ পেসার৷
advertisement
advertisement
advertisement
advertisement
তবে ভারতে কোন অধিনায়কের নেতৃত্বে খেলতে সবচেয়ে সহজ বোধ করেন এই প্রশ্নের উত্তরে তিনি কারোর নাম আলাদা করে বললেনি৷ বরং বুঝিয়ে দেন প্রতিটা অধিনায়কের ওপরেই বিভিন্ন ধরণের চাপ থাকে৷ তারপর সেই দায়িত্ব সামলে সকলেই বোলারের সঙ্গে কথা বলেই সিদ্ধান্ত নেন, নিজের সিদ্ধান্ত জাস্ট চাপিয়ে দেব বলে কেউ চাপিয়ে দেন না, তা সে ধোনি হন, বিরাট হোন বা রোহিত হন৷