মুম্বই: টিম ইন্ডিয়ার স্টার পেসার ২০১৪ তে হাসিন জাহানের সঙ্গে বিয়ে করেছিলেন, দুজনের বিয়ে হয়েছিল ২০১৪ -র ৬ জুন৷ উত্তরপ্রদেশের মুজফরাবাদে হয়েছিল বিয়ে৷ দুজনের প্রেমের বিয়ে অবশ্য দীর্ঘদিন স্থায়ী হয়নি, মাত্র ৪ বছরই চলেছিল তাঁদের দাম্পত্য জীবন৷ হঠাৎ করেই তাঁদের জীবন খুব খারাপ জায়গায় পৌঁছে যায়৷
এই কাহিনি অনেকেরই জানা হলেও হাসিন জাহানের পাস্ট হিস্ট্রি অবশ্য জানেন খুব হাতে গোনা মানুষজনই৷ সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ি হাসিন জাহান কেকেআরের চিয়ার লিডার ছিলেন৷ এছাড়া মডেলিং ও অভিনয়েও তাঁর আগ্রহ ছিল৷ শামি ও হাসিন জাহানের আলাপ ২০১২ সালে আইপিএল চলাকালীন হয়েছিল৷ ‘লাভ অ্যাট ফার্স্ট সাইট’ যাকে বলে সেইরকম ভাবে একেবারে প্রথম দর্শনেই সুন্দরী হাসিনের প্রেমে পড়েছিলেন মহম্মদ শামি৷
মহম্মদ শামি হাসিন জাহানের বিরুদ্ধেও বিভিন্ন লুকনো তথ্য সামনে এনেছিলেন৷ হাসিন জাহান মহম্মদ শামির থেকে বয়সে অনেকটা বড় ছিলেন৷ সংবাদ মাধ্যমে এই কথাই সামনে এসেছিল যে হাসিন জাহানের এটা দ্বিতীয় বিয়ে ছিল৷ প্রথম বিয়ে থেকে হাসিনের সন্তানও ছিল৷ কিন্তু এই খবরের কোনও সম্মতি কারোর পক্ষ থেকে আধিকারিকভাবে দেওয়া হয়নি৷