ভালবেসে চিয়ার লিডারকে ঘরণী করেছিলেন তারকা ক্রিকেটার, কিন্তু চার বছরেই জীবনে নেমে এল অভিশাপ

Last Updated:
মহম্মদ শামি -র ‘লাভ অ্যাট ফার্স্ট সাইট’ - তাঁর জীবনে এল বড় অধ্যায়
1/6
মুম্বই: টিম ইন্ডিয়ার স্টার পেসার ২০১৪ তে হাসিন জাহানের সঙ্গে বিয়ে করেছিলেন, দুজনের বিয়ে হয়েছিল ২০১৪ -র ৬ জুন৷ উত্তরপ্রদেশের মুজফরাবাদে হয়েছিল বিয়ে৷  দুজনের প্রেমের বিয়ে অবশ্য দীর্ঘদিন স্থায়ী হয়নি, মাত্র ৪ বছরই চলেছিল তাঁদের দাম্পত্য জীবন৷ হঠাৎ করেই তাঁদের জীবন খুব খারাপ জায়গায় পৌঁছে যায়৷
মুম্বই: টিম ইন্ডিয়ার স্টার পেসার ২০১৪ তে হাসিন জাহানের সঙ্গে বিয়ে করেছিলেন, দুজনের বিয়ে হয়েছিল ২০১৪ -র ৬ জুন৷ উত্তরপ্রদেশের মুজফরাবাদে হয়েছিল বিয়ে৷  দুজনের প্রেমের বিয়ে অবশ্য দীর্ঘদিন স্থায়ী হয়নি, মাত্র ৪ বছরই চলেছিল তাঁদের দাম্পত্য জীবন৷ হঠাৎ করেই তাঁদের জীবন খুব খারাপ জায়গায় পৌঁছে যায়৷
advertisement
2/6
হাসিন জাহান শামির বিরুদ্ধে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে থাকার অভিযোগ করেন৷  হাসিন জাহান এখানেই থেমে থাকেননি তিনি ঘরোয়া হিংসার অভিযোগও আনেন৷ একের এক অভিযোগের তির ছুঁড়েছিলেন তাঁরা৷ পাশাপাশি নিজের স্বামী অর্থাৎ মহম্মদ শামির বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগও করেছিলেন তিনি৷
হাসিন জাহান শামির বিরুদ্ধে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে থাকার অভিযোগ করেন৷  হাসিন জাহান এখানেই থেমে থাকেননি তিনি ঘরোয়া হিংসার অভিযোগও আনেন৷ একের এক অভিযোগের তির ছুঁড়েছিলেন তাঁরা৷ পাশাপাশি নিজের স্বামী অর্থাৎ মহম্মদ শামির বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগও করেছিলেন তিনি৷
advertisement
3/6
এই কাহিনি অনেকেরই জানা হলেও হাসিন জাহানের পাস্ট হিস্ট্রি অবশ্য জানেন খুব হাতে গোনা মানুষজনই৷ সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ি হাসিন জাহান কেকেআরের চিয়ার লিডার ছিলেন৷ এছাড়া মডেলিং ও অভিনয়েও তাঁর আগ্রহ ছিল৷ শামি ও হাসিন জাহানের আলাপ ২০১২ সালে আইপিএল চলাকালীন হয়েছিল৷ ‘লাভ অ্যাট ফার্স্ট সাইট’ যাকে বলে সেইরকম ভাবে একেবারে প্রথম দর্শনেই সুন্দরী হাসিনের প্রেমে পড়েছিলেন মহম্মদ শামি৷
এই কাহিনি অনেকেরই জানা হলেও হাসিন জাহানের পাস্ট হিস্ট্রি অবশ্য জানেন খুব হাতে গোনা মানুষজনই৷ সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ি হাসিন জাহান কেকেআরের চিয়ার লিডার ছিলেন৷ এছাড়া মডেলিং ও অভিনয়েও তাঁর আগ্রহ ছিল৷ শামি ও হাসিন জাহানের আলাপ ২০১২ সালে আইপিএল চলাকালীন হয়েছিল৷ ‘লাভ অ্যাট ফার্স্ট সাইট’ যাকে বলে সেইরকম ভাবে একেবারে প্রথম দর্শনেই সুন্দরী হাসিনের প্রেমে পড়েছিলেন মহম্মদ শামি৷
advertisement
4/6
২০১৫ সালে মহম্মদ শামি ও হাসিনের সন্তান হয়৷ এই সময় অবধি কোনও কিছুই ছিল না৷  কিন্তু ২০১৮-র  পর তাঁদের জীবনে নেমে আসে দুর্যোগের ঘনঘটা৷ একেবারে তছনছ হয়ে যার তাঁদের দাম্পত্য৷ হাসিন জাহান সমস্ত অভিযোগের পাশাপাশি শামির বিরুদ্ধে বয়স ভাঁড়িয়ে ক্রিকেট খেলার অভিযোগও তোলেন৷
২০১৫ সালে মহম্মদ শামি ও হাসিনের সন্তান হয়৷ এই সময় অবধি কোনও কিছুই ছিল না৷  কিন্তু ২০১৮-র  পর তাঁদের জীবনে নেমে আসে দুর্যোগের ঘনঘটা৷ একেবারে তছনছ হয়ে যার তাঁদের দাম্পত্য৷ হাসিন জাহান সমস্ত অভিযোগের পাশাপাশি শামির বিরুদ্ধে বয়স ভাঁড়িয়ে ক্রিকেট খেলার অভিযোগও তোলেন৷
advertisement
5/6
মহম্মদ শামি হাসিন জাহানের বিরুদ্ধেও বিভিন্ন লুকনো তথ্য সামনে এনেছিলেন৷ হাসিন জাহান মহম্মদ শামির থেকে বয়সে অনেকটা বড় ছিলেন৷ সংবাদ মাধ্যমে এই কথাই সামনে এসেছিল যে হাসিন জাহানের এটা দ্বিতীয় বিয়ে ছিল৷ প্রথম বিয়ে থেকে হাসিনের সন্তানও ছিল৷ কিন্তু এই খবরের কোনও সম্মতি কারোর পক্ষ থেকে আধিকারিকভাবে দেওয়া হয়নি৷
মহম্মদ শামি হাসিন জাহানের বিরুদ্ধেও বিভিন্ন লুকনো তথ্য সামনে এনেছিলেন৷ হাসিন জাহান মহম্মদ শামির থেকে বয়সে অনেকটা বড় ছিলেন৷ সংবাদ মাধ্যমে এই কথাই সামনে এসেছিল যে হাসিন জাহানের এটা দ্বিতীয় বিয়ে ছিল৷ প্রথম বিয়ে থেকে হাসিনের সন্তানও ছিল৷ কিন্তু এই খবরের কোনও সম্মতি কারোর পক্ষ থেকে আধিকারিকভাবে দেওয়া হয়নি৷
advertisement
6/6
মহম্মদ শামি, হাসিন জাহানকে প্রতি মাসে দেড় লক্ষ টাকা করে দেন৷ ২০১৮ থেকে দুজন আলাদা থাকেন৷ কোর্টের দেওয়া নির্দেশের ভিত্তিতে হাসিন জাহানকে ১.৩০ লক্ষ টাকা দেন৷ যার মধ্যে স্ত্রীকে দেন ৫০ হাজার টাকা আর মেয়ের জন্য খরচা দেন ৮০ হাজার টাকা৷
মহম্মদ শামি, হাসিন জাহানকে প্রতি মাসে দেড় লক্ষ টাকা করে দেন৷ ২০১৮ থেকে দুজন আলাদা থাকেন৷ কোর্টের দেওয়া নির্দেশের ভিত্তিতে হাসিন জাহানকে ১.৩০ লক্ষ টাকা দেন৷ যার মধ্যে স্ত্রীকে দেন ৫০ হাজার টাকা আর মেয়ের জন্য খরচা দেন ৮০ হাজার টাকা৷
advertisement
advertisement
advertisement