Hasin Jahan | Mohammed Shami: 'চালাকি বেরিয়ে যাবে, তৈরি থাকো!' ইঙ্গিতপূর্ণ পোস্টে ফের জল্পনা বাড়ালেন হাসিন

Last Updated:
Hasin Jahan | Mohammed Shami: কপিল দেবকে আমন্ত্রণ জানানো হয়নি বলে দাবি ঘিরে বিতর্ক শুরু হয়েছে। এবার সেই ছবি পোস্ট করেন হাসিন জাহান
1/8
ভারতে হারের পর একের পর এক পোস্ট করে চলেছেন হাসিন জাহান। এবার তিনি পোস্ট করলেন প্রাক্তন বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেবকে নিয়ে। (ছবি সৌজন্যে- মহম্মদ শামি এবং হাসিন জাহানের ফেসবুক প্রোফাইল)
ভারতে হারের পর একের পর এক পোস্ট করে চলেছেন হাসিন জাহান। এবার তিনি পোস্ট করলেন প্রাক্তন বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেবকে নিয়ে। (ছবি সৌজন্যে- মহম্মদ শামি এবং হাসিন জাহানের ফেসবুক প্রোফাইল)
advertisement
2/8
কপিল দেবকে আমন্ত্রণ জানানো হয়নি বলে দাবি ঘিরে বিতর্ক শুরু হয়েছে। এবার সেই ছবি পোস্ট করেন হাসিন জাহান। (ছবি সৌজন্যে- মহম্মদ শামি এবং হাসিন জাহানের ফেসবুক প্রোফাইল)
কপিল দেবকে আমন্ত্রণ জানানো হয়নি বলে দাবি ঘিরে বিতর্ক শুরু হয়েছে। এবার সেই ছবি পোস্ট করেন হাসিন জাহান। (ছবি সৌজন্যে- মহম্মদ শামি এবং হাসিন জাহানের ফেসবুক প্রোফাইল)
advertisement
3/8
তিনি কপিল দেবের উদ্দেশ্যে বলেন, 'প্রিয় স্যার, আপনি আমাদের গর্ব। 
কেউ আপনাকে না ডাকলে আপনার গর্ব কখনই কমবে না। ক্রিকেট ইতিহাসে আপনার নাম সোনালি শব্দে লেখা আছে এবং থাকবে। আপনি সেই মহান ক্রিকেটার যিনি ভারতকে প্রথম বিশ্বকাপ উপহার দিয়েছেন।' (ছবি সৌজন্যে- মহম্মদ শামি এবং হাসিন জাহানের ফেসবুক প্রোফাইল)
তিনি কপিল দেবের উদ্দেশ্যে বলেন, 'প্রিয় স্যার, আপনি আমাদের গর্ব। কেউ আপনাকে না ডাকলে আপনার গর্ব কখনই কমবে না। ক্রিকেট ইতিহাসে আপনার নাম সোনালি শব্দে লেখা আছে এবং থাকবে। আপনি সেই মহান ক্রিকেটার যিনি ভারতকে প্রথম বিশ্বকাপ উপহার দিয়েছেন।' (ছবি সৌজন্যে- মহম্মদ শামি এবং হাসিন জাহানের ফেসবুক প্রোফাইল)
advertisement
4/8
হাসিন জাহান লেখেন, 'সময় ফুরিয়ে যাচ্ছে, কতজন এসেছে, কতজন গেছে, সবাই ভুলে গেছে। দুনিয়ার খ্যাতি বা গৌরব সব সময় কারোর কাছে থাকবে না, মানতে শিখুন।' (ছবি সৌজন্যে- মহম্মদ শামি এবং হাসিন জাহানের ফেসবুক প্রোফাইল)
হাসিন জাহান লেখেন, 'সময় ফুরিয়ে যাচ্ছে, কতজন এসেছে, কতজন গেছে, সবাই ভুলে গেছে। দুনিয়ার খ্যাতি বা গৌরব সব সময় কারোর কাছে থাকবে না, মানতে শিখুন।' (ছবি সৌজন্যে- মহম্মদ শামি এবং হাসিন জাহানের ফেসবুক প্রোফাইল)
advertisement
5/8
এরপরেই ইঙ্গিতপূর্ণ ভাবে হাসিন জাহান বলেন, 'তোমার চালাকি এবার বেরিয়ে যাবে। কর্মফল কাউকে ছাড়ে না। এবার তুমি ভেবে নাও, লোভকে দাও বিদায়। না হলে নিজের কর্মফলের জন্য ভোগার অপেক্ষায় তৈরি থাকো।' (ছবি সৌজন্যে- মহম্মদ শামি এবং হাসিন জাহানের ফেসবুক প্রোফাইল)
এরপরেই ইঙ্গিতপূর্ণ ভাবে হাসিন জাহান বলেন, 'তোমার চালাকি এবার বেরিয়ে যাবে। কর্মফল কাউকে ছাড়ে না। এবার তুমি ভেবে নাও, লোভকে দাও বিদায়। না হলে নিজের কর্মফলের জন্য ভোগার অপেক্ষায় তৈরি থাকো।' (ছবি সৌজন্যে- মহম্মদ শামি এবং হাসিন জাহানের ফেসবুক প্রোফাইল)
advertisement
6/8
প্রসঙ্গত, মহম্মদ শামির সঙ্গে হাসিন জাহানের তিক্ত সম্পর্ক কারোরই অজানা নয়। তাই শেষ লাইনগুলি নিশানায় শামি কিনা তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। (ছবি সৌজন্যে- মহম্মদ শামি এবং হাসিন জাহানের ফেসবুক প্রোফাইল)
প্রসঙ্গত, মহম্মদ শামির সঙ্গে হাসিন জাহানের তিক্ত সম্পর্ক কারোরই অজানা নয়। তাই শেষ লাইনগুলি নিশানায় শামি কিনা তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। (ছবি সৌজন্যে- মহম্মদ শামি এবং হাসিন জাহানের ফেসবুক প্রোফাইল)
advertisement
7/8
যদিও, হাসিন জাহান নিজের পোস্টে শামি বা কোনও ক্রিকেটারের নাম উচ্চারণ করেননি। কিন্তু হাসিন জাহানের এই লাইনগুলি ঘিরে চর্চা শুরু হয়েছে। (ছবি সৌজন্যে- মহম্মদ শামি এবং হাসিন জাহানের ফেসবুক প্রোফাইল)
যদিও, হাসিন জাহান নিজের পোস্টে শামি বা কোনও ক্রিকেটারের নাম উচ্চারণ করেননি। কিন্তু হাসিন জাহানের এই লাইনগুলি ঘিরে চর্চা শুরু হয়েছে। (ছবি সৌজন্যে- মহম্মদ শামি এবং হাসিন জাহানের ফেসবুক প্রোফাইল)
advertisement
8/8
বিশ্বকাপের সময় থেকেই একের পর এক পোস্ট করে চলেছেন। এবার তাঁর নতুন এই পোস্টও ভাইরাল হয়ে গিয়েছে নেট দুনিয়ায়। (ছবি সৌজন্যে- মহম্মদ শামি এবং হাসিন জাহানের ফেসবুক প্রোফাইল)
বিশ্বকাপের সময় থেকেই একের পর এক পোস্ট করে চলেছেন। এবার তাঁর নতুন এই পোস্টও ভাইরাল হয়ে গিয়েছে নেট দুনিয়ায়। (ছবি সৌজন্যে- মহম্মদ শামি এবং হাসিন জাহানের ফেসবুক প্রোফাইল)
advertisement
advertisement
advertisement