ক্রিকেটের 'গ্ল্যামার' বাড়বে আবার! বড় দায়িত্ব নিয়ে ফিরছেন মন্দিরা বেদি

Last Updated:
Mandira Bedi Cricket Reality Show: আবার ক্রিকেটের ময়দানে মন্দিরা বেদি। ফিরছে নস্ট্যালজিয়া।
1/5
আবার ক্রিকেটে ফিরছেন মন্দিরা বেদি। এবার রাজস্থান রয়্যালসের হয়ে একটি টিভি শো হোস্ট করবেন তিনি। সেই শো-তে ক্রিকেট খেলতে চাওয়া মানুষদের স্বপ্ন পূরণে সাহায্য করবেন তিনি।
আবার ক্রিকেটে ফিরছেন মন্দিরা বেদি। এবার রাজস্থান রয়্যালসের হয়ে একটি টিভি শো হোস্ট করবেন তিনি। সেই শো-তে ক্রিকেট খেলতে চাওয়া মানুষদের স্বপ্ন পূরণে সাহায্য করবেন তিনি।
advertisement
2/5
রাজস্থান রয়্যালস, রয়্যাল স্পোর্টস গ্রুপের মালিকানাধীন আইপিএল ফ্র্যাঞ্চাইজি, কালারস টেলিভিশনের সঙ্গে যৌথভাবে একটি নতুন ক্রিকেট রিয়েলিটি শো 'ক্রিকেট কা টিকিট' চালু করার ঘোষণা করেছে। মন্দিরা বেদি এই অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন। এই শোয়ের মাধ্যমে বিভিন্ন শহর থেকে খেলোয়াড়দের খোঁজ করা হবে।
রাজস্থান রয়্যালস, রয়্যাল স্পোর্টস গ্রুপের মালিকানাধীন আইপিএল ফ্র্যাঞ্চাইজি, কালারস টেলিভিশনের সঙ্গে যৌথভাবে একটি নতুন ক্রিকেট রিয়েলিটি শো 'ক্রিকেট কা টিকিট' চালু করার ঘোষণা করেছে। মন্দিরা বেদি এই অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন। এই শোয়ের মাধ্যমে বিভিন্ন শহর থেকে খেলোয়াড়দের খোঁজ করা হবে।
advertisement
3/5
এই শো-এর একটি প্রোমো লঞ্চ করেছে রাজস্থান রয়্যালস। ১৫ জানুয়ারি থেকে এই শো-এৎ জন্য রেজিস্ট্রেশন শুরু হবে।
এই শো-এর একটি প্রোমো লঞ্চ করেছে রাজস্থান রয়্যালস। ১৫ জানুয়ারি থেকে এই শো-এৎ জন্য রেজিস্ট্রেশন শুরু হবে।
advertisement
4/5
'ক্রিকেট কা টিকিট' নামের এই শো-এর একজন পুরুষ ও একজন নারী বিজয়ীকে পুরস্কার হিসেবে দেওয়া হবে ৫ লাখ টাকা। এর সঙ্গে ১ বছরের জন্য় ট্রেনিং-এর ব্য়বস্থা করা হবে। এতে রাজস্থান রয়্যালস দলের কোচ, মেন্টর এবং খেলোয়াড়রা তাদের তত্ত্বাবধানে তাদের টেকনিক শেখাবেন।
'ক্রিকেট কা টিকিট' নামের এই শো-এর একজন পুরুষ ও একজন নারী বিজয়ীকে পুরস্কার হিসেবে দেওয়া হবে ৫ লাখ টাকা। এর সঙ্গে ১ বছরের জন্য় ট্রেনিং-এর ব্য়বস্থা করা হবে। এতে রাজস্থান রয়্যালস দলের কোচ, মেন্টর এবং খেলোয়াড়রা তাদের তত্ত্বাবধানে তাদের টেকনিক শেখাবেন।
advertisement
5/5
শো-এর বিজয়ী রাজস্থান রয়্যালসে ট্রায়াল দেওয়ার সুযোগও পাবে। প্রতিভা থাকলে হয়তো রাজস্থান রয়্যালস দলের হয়ে খেলার সুযোগ পাবে।
শো-এর বিজয়ী রাজস্থান রয়্যালসে ট্রায়াল দেওয়ার সুযোগও পাবে। প্রতিভা থাকলে হয়তো রাজস্থান রয়্যালস দলের হয়ে খেলার সুযোগ পাবে।
advertisement
advertisement
advertisement