Mohammed Shami: ‘ম্যায় বোলুঙ্গা তো বাওয়াল হো জায়েগা’- রনজিতে আগুনে স্পেল শামির, বাংলাকে ম্যাচ জিতিয়ে এ কোন কথা স্পিডস্টারের মুখে
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Mohammed Shami: আগরকর বনাম শামি লড়াই অন্য স্তরে পৌঁছেছে তবে পাঁচ উইকেট পাওয়ার দিনে তিনি যা বললেন...
: আগুনে পারফরম্যান্স দিয়ে আবার বুঝিয়ে দিলেন শামি তিনি ম্যাচ ফিট কিনা! একের পর এক সিরিজের দল ঘোষণা হলেও চ্যাম্পিয়ন্স ট্রফির পর থেকে আর জাতীয় দলের জার্সি গায়ে ওঠেনি বঙ্গ স্পিডস্টারের৷ গত কয়েকদিন ধরেই জাতীয় নির্বাচকের সঙ্গে বাগযুদ্ধে মেতেছেন শামি৷ কিন্তু শামিকে খুঁচিয়ে বলা কথা যে আগরকরের ঠিক হয়নি তা বোর্ড বুঝে বাংলা বনাম গুজরাত ম্যাচের মধ্যেই আরপি সিংকে ড্যামেজ কন্ট্রোলে পাঠিয়েছিল৷ কিন্তু কথা দিয়ে যে সব কিছু হয় না তা জাতীয় দলের তারকা স্পিডস্টার জানেন তাই উজাড় করে পারফরম্যান্স দিয়ে বুঝিয়ে দিচ্ছেন৷
advertisement
শামি ঘরোয়া ক্রিকেটে দারুণ করছেন৷ রনজির প্রথম ম্যাচে বাংলার জার্সি গায়ে প্রথম ম্যাচে দুটি ইনিংস মিলিয়ে ৩ ও ৪ উইকেট -অর্থাৎ ৮ উইকেট পেয়েছেন৷ অন্যদিকে গুজরাতের বিরুদ্ধে বাংলার জয়ের ম্যাচে বল হাতে দারুণ পারফরম্যান্স তাঁর৷ প্রথম ইনিংসে ৩ উইকেটের পর আজ, ২৮ অক্টোবর, সে বল হাতে আবার বার্তা দিয়ছেন পেয়েছেন ৫ উইকেট৷ যা দেখিয়েছে যে সে ফিট এবং দারুন খেলছে।
advertisement
advertisement
advertisement
advertisement
শামি জানিয়েছেন ক্রিকেট খেলা সরাসরি তাঁর হৃদয় থেকে আসে। তিনি বলেছেন তাঁর বিশ্বাস করে যে ভাগ্যে যা লেখা আছে তাই হবে, এবং সাফল্য এবং ব্যর্থতা জীবনের অংশ। "এটা আমাদের কাজ - আমরা যেখানেই সুযোগ পাই, খেলি," তিনি বলেন। "আমাদের ভাগ্যে যা লেখা আছে তাই হবে।" একজন মানুষ তার ভাগ্যের উপর বিশ্বাস রেখে এগিয়ে যায়। সাফল্য এবং ব্যর্থতা জীবনের অংশ।"
advertisement
advertisement
advertisement
রনজি ট্রফিতে গুজরাতের বিরুদ্ধে বাংলার হয়ে মহম্মদ শামি দুর্দান্ত ব্যাটিং করেছিলেন এবং দ্বিতীয় ইনিংসে ৫/৩৮ রান দিয়ে দলকে দারুণ জয় এনে দিয়েছিলেন। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির পর থেকে শামি ভারতের হয়ে আর খেলেননি, যেখানে তিনি বরুণ চক্রবর্তীর সঙ্গে ভারতের সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন। তবে, নির্বাচকরা তার ফিটনেস নিয়ে অনিশ্চিত ছিলেন এবং ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে তাঁকে বাদ দেন।
