ফের একবার সম্মুখ সমরে মেসি-এমবাপে, শ্রেষ্ঠত্বের লড়াইয়ে কে হাসবে শেষ হাসি
- Published by:Sudip Paul
Last Updated:
এর আগে দুবার বিশ্ব মঞ্চে দুবার মুখোমুখি হয়েছে লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপে। একবার বিশ্বকাপের ফাইনালে ও দ্বিতীয়বার ফিফা দ্য বেস্ট অ্যাওয়ার্ডের মঞ্চে। দুবারই মেসির কাছে হারের মুখ দেখতে হয়েছে এমবাপেকে।
advertisement
advertisement
ফ্রেঞ্চ ম্যাগাজিন কর্তৃপক্ষ এককভাবে এই অ্যাওয়ার্ড দিয়ে থাকে বর্ষসেরা ফুটবলারকে। এবারের ব্যালন ডি’অরের লড়াইয়ে দুই প্রধান প্রতিপক্ষ মেসি ও এমবাপে। তাদের সঙ্গে লড়াইয়ে রয়েছেন ম্যানসিটির আর্লিং হালান্ড, ম্যানইউয়ের মার্কাস রাশফোর্ড ও রিয়াল মাদ্রিদের ভিনিসিয়ুস জুনিয়র। তবে মূল লড়াইটা যে মেসি-এমবাপের মধ্যে হবে তা বলাই বাহুল্য।
advertisement
advertisement
এবারের ট্রফির জন্য বিবেচনায় আসবে কাতার বিশ্বকাপের পারফরম্যান্স। কেননা ২০২২ সালের ব্যালন ডি’অরের সময়ে বেশ কিছু পরিবর্তন আনে ফ্রান্স ম্যাগাজিন কর্তৃপক্ষ। যেখানে ক্যালেন্ডার বছরের পরিবর্তে একটি ফুটবল মরসুমকে অন্তর্ভুক্ত করা হয়। অর্থাৎ জানুয়ারি থেকে ডিসেম্বরের পরিবর্তে জুলাই থেকে জুন পর্যন্ত সময়কে ব্যালন ডি’অরের জন্য বিবেচনা করা হবে বলে জানায়।
advertisement