IPL-এ তোলপাড় ফেলে দিয়েছে একটা ব্যাট, কার কোম্পানির জানেন? হা হয়ে যাবেন শুনলে
- Published by:Suman Majumder
- local18
- Written by:Trending Desk
Last Updated:
আইপিএল ম্যাচ শুরুর আগে, মহেন্দ্র সিং ধোনি মেরঠের বিশ্ববিখ্যাত এসএস কোম্পানির টন সিরিজের ৬টি ব্যাট অর্ডার করেছিলেন।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
পাশাপাশি বিদেশি ক্রিকেটাররাও রয়েছেন। আমরা যদি মেরঠে স্পোর্টস মার্কেটের বিশেষত্বের কথা বলি, তবে এই জায়গাটির ফিনিশিং এবং ডিজাইনের একটি বিশেষ পরিচিতি রয়েছে বিশ্বে। কারণ বিভিন্ন সংস্থার তৈরি ব্যাটে আধুনিক মেশিন ব্যবহার করা শুরু হয়েছে। তবে মেরঠে আজও কারিগরদের হাতেই ব্যাটের চূড়ান্ত ফিনিশিং করতে দেখা যায়।
advertisement
যে কারণে বেশিরভাগ খেলোয়াড়ই মেরঠে এসে নিজেদের পছন্দের ক্রিকেট ব্যাট তাঁদের সামনে ফিনিশিং করান। এই কারণেই এসএস কোম্পানির ব্যাট মহেন্দ্র সিং ধোনির জন্য সেরা প্রমাণিত হয়েছে। তিনিও এই কোম্পানির কারিগরদের দিয়ে ব্যাটের ফিনিশিং করাতে পছন্দ করেন, যাতে তিনি ম্যাচে আরও ভাল শট খেলে ইতিহাস তৈরি করতে পারেন। এই বিষয়ে জেনে রাখা প্রয়োজন যে, মেরঠের ক্রীড়া বাজার দেশ স্বাধীন হওয়ার পরে পাকিস্তানের শিয়ালকোট থেকে আসা উদ্বাস্তুদের দ্বারা শুরু হয়েছিল। প্রাথমিক পর্যায়ে এই কাজটি কয়েকজনের দ্বারা করা হলেও, উন্নত মানের কারিগরের কারণে আজ হাজার হাজার মানুষ এই ব্যবসার সঙ্গে জড়িত। বিশ্বে মেরঠের ক্রীড়া সরঞ্জামের বিশেষ চাহিদা রয়েছে।