Luana Alonso: অতিরিক্ত সৌন্দর্যের কারণে অন্য খেলোয়াড়রা মন বসাতে পারছেন না? অলিম্পিক্স ছাড়তে বাধ্য হলেন ২০ বছর বয়সী প্যারাগুয়ের সাঁতারু

Last Updated:
অলিম্পিক্স গেমস শেষ না হওয়া পর্যন্ত ক্রীড়াবিদদের ভিলেজে থাকার অনুমতি রয়েছে। কিন্তু লুয়ানার ক্ষেত্রে তেমনটা ঘটেনি।
1/6
‘সৌন্দর্য’-ই কাল হল? প্যারিস অলিম্পিক্স ছাড়তে বাধ্য হলেন প্যারাগুয়ের সাঁতারু লুয়ানা অ্যালোনসো। তিনি মঞ্চে এলে রূপের ছটায় ঝলসে যেত চারপাশ। প্রতিযোগীরা শুধু তাঁর দিকেই তাকিয়ে থাকতেন। এই অভিযোগেই লুয়ানাকে একপ্রকার তাড়িয়ে দেওয়া হল প্যারিস অলিম্পিক্স থেকে। Photo: Instagram
‘সৌন্দর্য’-ই কাল হল? প্যারিস অলিম্পিক্স ছাড়তে বাধ্য হলেন প্যারাগুয়ের সাঁতারু লুয়ানা অ্যালোনসো। তিনি মঞ্চে এলে রূপের ছটায় ঝলসে যেত চারপাশ। প্রতিযোগীরা শুধু তাঁর দিকেই তাকিয়ে থাকতেন। এই অভিযোগেই লুয়ানাকে একপ্রকার তাড়িয়ে দেওয়া হল প্যারিস অলিম্পিক্স থেকে। Photo: Instagram
advertisement
2/6
লুয়ানা অ্যালোনসো প্যারিস অলিম্পিক্সে মহিলাদের ১০০ মিটার বাটারফ্লাই ইভেন্টে নেমেছিলেন। ০.২৪ সেকেন্ডের জন্য সেমিফাইনালে উঠতে পারেননি। অলিম্পিক্স গেমস শেষ না হওয়া পর্যন্ত ক্রীড়াবিদদের ভিলেজে থাকার অনুমতি রয়েছে। কিন্তু লুয়ানার ক্ষেত্রে তেমনটা ঘটেনি। ব্লাস্ট-এর প্রতিবেদন অনুযায়ী, ইভেন্ট শেষ হওয়ার পরই লুয়ানাকে গেমস ভিলেজ ছাড়তে বলেন প্যারাগুয়ের টিম ম্যানেজার। Photo: Instagram
লুয়ানা অ্যালোনসো প্যারিস অলিম্পিক্সে মহিলাদের ১০০ মিটার বাটারফ্লাই ইভেন্টে নেমেছিলেন। ০.২৪ সেকেন্ডের জন্য সেমিফাইনালে উঠতে পারেননি। অলিম্পিক্স গেমস শেষ না হওয়া পর্যন্ত ক্রীড়াবিদদের ভিলেজে থাকার অনুমতি রয়েছে। কিন্তু লুয়ানার ক্ষেত্রে তেমনটা ঘটেনি। ব্লাস্ট-এর প্রতিবেদন অনুযায়ী, ইভেন্ট শেষ হওয়ার পরই লুয়ানাকে গেমস ভিলেজ ছাড়তে বলেন প্যারাগুয়ের টিম ম্যানেজার। Photo: Instagram
advertisement
3/6
তিনি জানিয়েছেন, ২০ বছর বয়সী সাঁতারুর কারণে দলের মধ্যে ‘অনুপযুক্ত পরিবেশ’ তৈরি হয়েছে। তাঁর সৌন্দর্যের কারণে সতীর্থরা নিজেদের খেলায় মন দিতে পারছেন না। তাই তাঁকে দেশে ফেরত পাঠানো হচ্ছে। এই ঘটনার পরই অবসর ঘোষণা করে দেন লুয়ানা আলানসো। ইনস্টাগ্রাম পোস্টে তিনি লিখেছেন, “আনুষ্ঠানিক ঘোষণা! সাঁতার থেকে অবসর নিচ্ছি। সমর্থনের জন্য আপনাদের অনেক ধন্যবাদ। দুঃখিত প্যারাগুয়ে। আমি শুধু ধন্যবাদই জানাতে পারি।’’ Photo: Instagram
তিনি জানিয়েছেন, ২০ বছর বয়সী সাঁতারুর কারণে দলের মধ্যে ‘অনুপযুক্ত পরিবেশ’ তৈরি হয়েছে। তাঁর সৌন্দর্যের কারণে সতীর্থরা নিজেদের খেলায় মন দিতে পারছেন না। তাই তাঁকে দেশে ফেরত পাঠানো হচ্ছে। এই ঘটনার পরই অবসর ঘোষণা করে দেন লুয়ানা আলানসো। ইনস্টাগ্রাম পোস্টে তিনি লিখেছেন, “আনুষ্ঠানিক ঘোষণা! সাঁতার থেকে অবসর নিচ্ছি। সমর্থনের জন্য আপনাদের অনেক ধন্যবাদ। দুঃখিত প্যারাগুয়ে। আমি শুধু ধন্যবাদই জানাতে পারি।’’ Photo: Instagram
advertisement
4/6
কে এই লুয়ানা অ্যালোনসো? ২০০৪ সালে ১৯ সেপ্টেম্বর জন্ম লুয়ানার। দক্ষ সাঁতারু। ১০০ মিটার বাটারফ্লাই ইভেন্টে প্যারাগুয়ের ন্যাশনাল রেকর্ডও রয়েছে তাঁর দখলে। বর্তমানে যুক্তরাষ্ট্রের ডালাসের সাউদার্ন মেথডিস্ট বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। Photo: Instagram
কে এই লুয়ানা অ্যালোনসো? ২০০৪ সালে ১৯ সেপ্টেম্বর জন্ম লুয়ানার। দক্ষ সাঁতারু। ১০০ মিটার বাটারফ্লাই ইভেন্টে প্যারাগুয়ের ন্যাশনাল রেকর্ডও রয়েছে তাঁর দখলে। বর্তমানে যুক্তরাষ্ট্রের ডালাসের সাউদার্ন মেথডিস্ট বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। Photo: Instagram
advertisement
5/6
২০২০ সালে প্রথমবার অলিম্পিক্সে নামেন লুয়ানা। সেবারও সেমিফাইনালের আগেই বিদায় নিতে হয়। এটা ছিল তাঁর দ্বিতীয় অলিম্পিক্স। হিটে ষষ্ঠ স্থানে শেষ করেন তিনি। লুয়ানা যুব অলিম্পিক্স, দক্ষিণ আমেরিকান গেমস এবং বিশ্ব চ্যাম্পিয়নশিপেও প্রতিদ্বন্দ্বীতা করেছেন।Photo: Instagram
২০২০ সালে প্রথমবার অলিম্পিক্সে নামেন লুয়ানা। সেবারও সেমিফাইনালের আগেই বিদায় নিতে হয়। এটা ছিল তাঁর দ্বিতীয় অলিম্পিক্স। হিটে ষষ্ঠ স্থানে শেষ করেন তিনি। লুয়ানা যুব অলিম্পিক্স, দক্ষিণ আমেরিকান গেমস এবং বিশ্ব চ্যাম্পিয়নশিপেও প্রতিদ্বন্দ্বীতা করেছেন।Photo: Instagram
advertisement
6/6
এর আগেও বারবার বিতর্কে জড়িয়েছেন লুয়ানা। ইনস্টাগ্রাম লাইভে প্যারাগুয়ের বদলে মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে অলিম্পিক্সে নামার ইচ্ছা প্রকাশ করে হইচই ফেলে দিয়েছিলেন। প্যারিসের স্থানীয় মিডিয়া দাবি করেছে, প্যারাগুয়ের সতীর্থদের সমর্থন করার বদলে ডিজনিল্যান্ডে বেড়াতে চলে যান লুয়ানা। প্যারাগুয়ের সাঁতারুর আচরণ, পোশাকআশাক ক্রীড়াবিদসুলভ নয় বলে দাবি করেছে ডেইলি মেল। ইনস্টাগ্রামে লুয়ানার ৮৯৮,০০০-এর বেশি ফলোয়ার্স রয়েছে। তবে প্যারিস অলিম্পিক্স থেকে বের করে দেওয়ার ঘটনা মিথ্যা জানিয়ে লুয়ানা বলেছেন, “আমাকে কখনওই কোথাও থেকে বের করে দেওয়া বা বহিষ্কার করা হয়নি। গুজব ছড়ানো বন্ধ করুন।’’ Photo: Instagram
এর আগেও বারবার বিতর্কে জড়িয়েছেন লুয়ানা। ইনস্টাগ্রাম লাইভে প্যারাগুয়ের বদলে মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে অলিম্পিক্সে নামার ইচ্ছা প্রকাশ করে হইচই ফেলে দিয়েছিলেন। প্যারিসের স্থানীয় মিডিয়া দাবি করেছে, প্যারাগুয়ের সতীর্থদের সমর্থন করার বদলে ডিজনিল্যান্ডে বেড়াতে চলে যান লুয়ানা। প্যারাগুয়ের সাঁতারুর আচরণ, পোশাকআশাক ক্রীড়াবিদসুলভ নয় বলে দাবি করেছে ডেইলি মেল। ইনস্টাগ্রামে লুয়ানার ৮৯৮,০০০-এর বেশি ফলোয়ার্স রয়েছে। তবে প্যারিস অলিম্পিক্স থেকে বের করে দেওয়ার ঘটনা মিথ্যা জানিয়ে লুয়ানা বলেছেন, “আমাকে কখনওই কোথাও থেকে বের করে দেওয়া বা বহিষ্কার করা হয়নি। গুজব ছড়ানো বন্ধ করুন।’’ Photo: Instagram
advertisement
advertisement
advertisement